North Bengal Weather: হুড়মুড়িয়ে পাহাড়ে নামছে পারদ, কনকনে ঠান্ডা উত্তরবঙ্গে, কত ডিগ্রিতে নামল তাপমাত্রা! রইল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
North Bengal Weather: উত্তরবঙ্গ জুড়ে শীতের দাপট ক্রমশ বাড়ছে। পারদের নিম্নগমনের সঙ্গে সঙ্গে ভোর ও সকালের দিকে কুয়াশার প্রভাব স্পষ্ট হয়ে উঠছে বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।
উত্তরবঙ্গ জুড়ে শীতের দাপট ক্রমশ বাড়ছে। পারদের নিম্নগমনের সঙ্গে সঙ্গে ভোর ও সকালের দিকে কুয়াশার প্রভাব স্পষ্ট হয়ে উঠছে বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
advertisement
advertisement
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় আগামী সকাল পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও এক বা দুটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারের মধ্যে নেমে আসতে পারে, যা সকালবেলায় যান চলাচলে প্রভাব ফেলতে পারে।
advertisement






