Jalpaiguri News: অলিগলিতে নিরাপত্তা দিতে পুলিশের অভিনব উদ্যোগ! খুশি শহরবাসী

Last Updated:

Jalpaiguri News: এবার কানাগলি থেকে শুরু করে শহরের প্রতিটি কোণায়-কোণায় দেখা মিলবে পুলিশের। শহরে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুষ্কৃতীদের দৌরাত্ম্য কমাতে এবার পুলিশের অভিনব এই উদ্যোগ।

+
প্রতিকী

প্রতিকী ছবি

জলপাইগুড়ি: এবার কানাগলি থেকে শুরু করে শহরের প্রতিটি কোণায়-কোণায় দেখা মিলবে পুলিশের। শহরে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুষ্কৃতীদের দৌরাত্ম্য কমাতে অভিনব এই উদ্যোগ জলপাইগুড়ি পুলিশের। সাইকেল চেপে এবার নিঃশব্দে কানা গলিতে লুকিয়ে থাকা দুষ্কৃতীর খোঁজে পৌঁছে যাবে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত পিঙ্ক পুলিশ।
শহরে বিশেষত নারী সুরক্ষাকে হাতের মুঠোয় রাখতে নতুন উদ্যোগ জলপাইগুড়ি জেলা পুলিশের। একদিকে যেমন ১১২ হেল্প লাইন নম্বরে ডায়াল করলেই পৌঁছে যাচ্ছে পিঙ্ক পুলিশ। তার পাশাপশি এবার অপরাধ করে শহরের কানাগলি দিয়ে পালানোর পথ ও বন্ধ করতে চলেছে পুলিশ। সাধারণত অপরাধ করে পুলিশের হাত থেকে বাঁচতে অলিগলি দিয়ে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। দ্রুত গাড়ি নিয়ে সেই পথ ধরে ছুটে যেতে সমস্যা হয় পুলিশের। তাই সাইকেল ব্যবহার করার প্রধান উদ্দেশ্যই হল শহরের প্রতিটি এলাকায় সহজে এবং দ্রুত পৌঁছানো।
advertisement
একইসঙ্গে এটি পরিবেশ-বান্ধব একটি উদ্যোগ, যেহেতু সাইকেল চলাচলে কোনও দূষণ ঘটে না। পুলিশের এই সাইকেল টহল দল শহরের সরু গলি, বাজার এলাকা এবং অন্যান্য জনবহুল স্থানে নজরদারি বাড়াবে। দুষ্কৃতিদের কার্যকলাপ কমিয়ে শহরের নিরাপত্তা বাড়াতেই এই ভাবনা জলপাইগুড়ি পুলিশের।
advertisement
advertisement
এবার তেমন কানা গলিতে নিঃশব্দে অপরাধীর সামনে দ্রুত পৌঁছনো সম্ভব হবে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা পুলিশের সাইকেল বাহিনীর। এই ধরনের পরিকল্পনা শহরের নাগরিকদের মধ্যে নিরাপত্তার অনুভূতি জাগাবে এবং পুলিশ-জনতার সম্পর্ককেও মজবুত করবে বলে আশাবাদী পুলিশ এবং জলপাইগুড়িবাসী।
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: অলিগলিতে নিরাপত্তা দিতে পুলিশের অভিনব উদ্যোগ! খুশি শহরবাসী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement