IND vs AUS: ঠিক হয়ে গিয়েছে ভারতের প্রথম একাদশ! জানালেন বুমরাহ! কারা থাকছেন দলে?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS Team India First Eleven Selected: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ। এই প্রথমবার ৫ ম্যাচের টেস্ট সিরিজ হতে চলেছে ক্রিকেটের দুই শক্তিধর দেশের।
পারথ: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ। এই প্রথমবার ৫ ম্যাচের টেস্ট সিরিজ হতে চলেছে ক্রিকেটের দুই শক্তিধর দেশের। ভারতীয় দল অস্ট্রেলিয়া বিরুদ্ধে সিরিজ শুরু আগে যথেষ্ট চাপে রয়েছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হওয়া ক্ষত এখনও দগদগে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাকে করতে গেলে এই সিরিজে ৩ থেকে ৪টি ম্যাচ জিততে হবে ভারতকে।
মেগা ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। কারণ দ্বিতীয়বার বাবা হওয়ার কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না রোহিত শর্মা। চোটের কারণে অনিশ্চিত শুভমান গিলও। পারথে না খেলার সম্ভাবনাই বেশি। রানের মধ্যে নেই কোহলি। বোলিং-ব্যাটিং কম্বিনেশন কেমন করবেন গম্ভীর তা নিয়েও চলছে জোর চর্চা। এরই মধ্যে প্রথম একাদশ নিয়ে বড় আপডেট দিলেন জসপ্রী বুমরাহ।
advertisement
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে বুমরাহ বলেছেন,”আমরা প্রথম একাদশ চূড়ান্ত করে ফেলেছি। আপনারা ম্যাচের দিন সকালে তা জানতে পারবেন। আমরা যে কম্বিনেশন খেলাতে চাই সেই বিষয়ে নিশ্চিত। আমরা প্রতিটি প্লেয়ারের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাসী যারা ভারতের প্রতিনিধিত্ব করবে ও সেরাটা দেবে।” প্রথম একাদশ চূড়ান্ত জানালেও কারা রয়েছে তা সাংবাদিক বৈঠকে জানাননি বুমরাহ।
advertisement
advertisement
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম হওয়ার পর কতটা চাপে ভারতীয় দল সেই প্রসঙ্গ বুমরাহ বলেন,“ক্রিকেটের সৌন্দর্যটাই এমন। আপনি সবসময় শূন্য থেকে শুরু করতে পারেন। নিউজিল্যান্ড সিরিজ থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি। কিন্তু কোনও বোঝা বয়ে নিয়ে যেতে চাই না। ওখানে পরিস্থিতি আলাদা ছিল এখানে আলাদা। দল আত্মবিশ্বাসী”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2024 3:26 PM IST