TRENDING:

Malda News: সব হয়রানির দিন শেষ! এবার কেন্দ্রের ব্যবস্থাপনায় গুচ্ছেক সুযোগ-সুবিধা, স্পেশাল সার্টিফিকেট পাবে এই চাষিরা

Last Updated:

এই সব চাষিরা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা মিলবে এই শংসাপত্রের মাধ্যমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: মৌমাছি চাষীদের জন্য বিরাট সুযোগ দিচ্ছে ন্যাশনাল বি বোর্ড। দেশের বিভিন্ন প্রান্তে মৌমাছি চাষে গিয়ে আর কোন রকম সমস্যা হয়রানির শিকার হতে হবে না। মৌমাছি চাষীদের পরিচয় পত্রের সঙ্গে দেওয়া হচ্ছে একাধিক সুযোগ সুবিধা। এই সার্টিফিকেট তৈরি করলে দেশের বিভিন্ন প্রান্তে মৌমাছি চাষের সুবিধা সহ বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা মিলবে। সঙ্গে মৌমাছি পালক হিসাবে সরকারী স্বীকৃতি মিলবে।‌এই সার্টিফিকেট তৈরি করতে খরচ নেই। অনলাইনে আবেদন করলেই মিলবে সার্টিফিকেট। শুধুমাত্র থাকতে হবে মৌমাছি চাষের প্রশিক্ষণ সার্টিফিকেট। এছাড়াও প্রমাণ স্বরূপ মৌমাছি বাক্সের সঙ্গে ছবি দিলেই হবে। বিগত কয়েক বছর ধরেই ন্যাশনাল বি বোর্ডের পক্ষ থেকে এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে। মৌমাছি চাষী অশোক মন্ডল বলেন, এই সার্টিফিকেট থাকায় আমাদেরকে সুযোগ-সুবিধা দিচ্ছে উদ্যানপালন দফতর। এছাড়াও পরিবারের একটি ইন্সুরেন্স হচ্ছে। আগে বিভিন্ন জায়গায় মৌমাছি নিয়ে যেতে সমস্যায় পড়তে হত, হয়রানি হতে হত। এই সার্টিফিকেট থাকাই মান্যতা দিচ্ছে সকলেই।
advertisement

মালদহ জেলায় প্রায় ২০ হাজার মৌমাছি চাষী রয়েছেন। জেলার পুরাতন মালদহ ব্লকে সবচেয়ে বেশি চাষী রয়েছেন। শুধুমাত্র মালদহ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে মৌমাছির বাক্স নিয়ে গিয়ে থাকেন এই চাষীরা। এছাড়াও বিহার, ঝাড়খন্ড ও আসামে মৌমাছি চাষের জন্য গিয়ে থাকেন। মূলত নভেম্বর, ডিসেম্বর মাসে মধু চাষের মরশুম। এই সময় বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে চাষ হয় মৌমাছির। বিভিন্ন স্থানে মৌমাছি বাক্স নিয়ে যেতে নানা সমস্যায় পড়তে হয় চাষীদের। এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পুলিশি বাধায় পড়তে হয়।

advertisement

আরও পড়ুন: ২৪ দেব-দেবী সহ বাঁকে বিহারী কার্তিক পুজো, সঙ্গে সপ্তাহব্যাপী বিরাট মেলা

এছাড়াও অনেক সময় কৃষকেরা জমিতে বাক্স বসানো নিয়ে আপত্তি করে। তবে ন্যাশনাল বি বোর্ডের এই সার্টিফিকেট থাকলে কোথাও কোন সমস্যা হবে না। জেলা উদ্যানপালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, ন্যাশনাল বি বোর্ড মৌমাছি চাষীদের এই সার্টিফিকেট দিচ্ছে। এতে করে অনেক সুবিধা পাচ্ছেন কৃষকেরা। বিভিন্ন জায়গায় মৌমাছি নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে না। এই কার্ড থাকলে আমাদের দফতরের পক্ষ থেকেও সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।

advertisement

আরও পড়ুন: বাড়ির আবর্জনার উপরেও ট্যাক্স! ডিসেম্বর থেকেই পুরসভাকে দিতে হবে টাকা! জানুন বিস্তারিত

মৌমাছি চাষী হিসাবে মিলছে স্বীকৃতি। এছাড়াও এই সার্টিফিকেট থাকলে পরিবারের এক লক্ষ টাকা করে ইন্সুরেন্স হচ্ছে। যা পরবর্তীতে পরিবারের লোকেরা পাবেন। যে কোন সময় অনলাইন পদ্ধতিতে এই কার্ডের জন্য আবেদন করা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মায়ের আগমনে অবসান দেড়শ বছরের পুরনো বিবাদ! মিলে গেল ২ পাড়া, আনন্দ এখন দেখে কে
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: সব হয়রানির দিন শেষ! এবার কেন্দ্রের ব্যবস্থাপনায় গুচ্ছেক সুযোগ-সুবিধা, স্পেশাল সার্টিফিকেট পাবে এই চাষিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল