মালদহ জেলায় প্রায় ২০ হাজার মৌমাছি চাষী রয়েছেন। জেলার পুরাতন মালদহ ব্লকে সবচেয়ে বেশি চাষী রয়েছেন। শুধুমাত্র মালদহ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে মৌমাছির বাক্স নিয়ে গিয়ে থাকেন এই চাষীরা। এছাড়াও বিহার, ঝাড়খন্ড ও আসামে মৌমাছি চাষের জন্য গিয়ে থাকেন। মূলত নভেম্বর, ডিসেম্বর মাসে মধু চাষের মরশুম। এই সময় বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে চাষ হয় মৌমাছির। বিভিন্ন স্থানে মৌমাছি বাক্স নিয়ে যেতে নানা সমস্যায় পড়তে হয় চাষীদের। এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পুলিশি বাধায় পড়তে হয়।
advertisement
আরও পড়ুন: ২৪ দেব-দেবী সহ বাঁকে বিহারী কার্তিক পুজো, সঙ্গে সপ্তাহব্যাপী বিরাট মেলা
এছাড়াও অনেক সময় কৃষকেরা জমিতে বাক্স বসানো নিয়ে আপত্তি করে। তবে ন্যাশনাল বি বোর্ডের এই সার্টিফিকেট থাকলে কোথাও কোন সমস্যা হবে না। জেলা উদ্যানপালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, ন্যাশনাল বি বোর্ড মৌমাছি চাষীদের এই সার্টিফিকেট দিচ্ছে। এতে করে অনেক সুবিধা পাচ্ছেন কৃষকেরা। বিভিন্ন জায়গায় মৌমাছি নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে না। এই কার্ড থাকলে আমাদের দফতরের পক্ষ থেকেও সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বাড়ির আবর্জনার উপরেও ট্যাক্স! ডিসেম্বর থেকেই পুরসভাকে দিতে হবে টাকা! জানুন বিস্তারিত
মৌমাছি চাষী হিসাবে মিলছে স্বীকৃতি। এছাড়াও এই সার্টিফিকেট থাকলে পরিবারের এক লক্ষ টাকা করে ইন্সুরেন্স হচ্ছে। যা পরবর্তীতে পরিবারের লোকেরা পাবেন। যে কোন সময় অনলাইন পদ্ধতিতে এই কার্ডের জন্য আবেদন করা যায়।
হরষিত সিংহ