Malda News: ২৪ দেব-দেবী সহ বাঁকে বিহারী কার্তিক পুজো, সঙ্গে সপ্তাহব্যাপী বিরাট মেলা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
প্রায় ৩০০ বছরের মালদহ শহরের রায় পরিবারের কার্তিক পুজো ঘিরে বিরাট মেলার আসর বসে।
মালদহ: পুজোর সূচনা ঠিক কবে হয়েছিল জানা নেই কারো। তবে বংশপরম্পরায় হয়ে আসছে প্রাচীন এই কার্তিক পুজো। বাঁকে বিহারী কার্তিক পুজো হিসাবেই পরিচিত মালদহ শহরের রায় পরিবারের পুজো। মহাধুমধামে সঙ্গে এই পুজো হয়ে আসছে প্রায় ৩০০ বছর ধরে। মালদহ শহরের ফুলবাড়ি রায় পরিবারের এই কার্তিক মূর্তিতেও রয়েছে এক অন্য ছোঁয়া। কার্তিক প্রতিমার সঙ্গে বিভিন্ন দেবদেবীকে প্রধান্য দেওয়া হয়। কার্তিক ঠাকুরের সঙ্গে আরও ২৪ দেব দেবীর পুজো দেওয়া হয়ে থাকে।
পরিবারের সদস্য নুলেন্দু রায় বলেন, এই পুজোর সূচনা ঠিক কবে হয়েছিল আমাদের জানা নেই। প্রায় ৩০০-৩৫০ বছরের প্রাচীন এই পুজো বংশ পরস্পর হয়ে আসছে। পুজোকে ঘিরে বিরাট মেলা বসে। বাঁকে বিহারী হিসেবেই এই পুজো হয়ে আসছে প্রাচীন কাল থেকে। কার্তিক ঠাকুরের সঙ্গে আরও ২৪ জন দেবদেবী থাকেন। প্রাচীন এই কার্তিক পুজোর মূল আকর্ষণ মেলা। এখনও মালদহ শহরের ফুলবাড়ী রাস্তার দুই ধারে মেলা বসে। বর্তমানে সরকারি ভাবে সপ্তাহব্যাপী চলে মেলা।
advertisement
advertisement
পরিবারের বর্তমান প্রজন্ম জানান, এই পুজোর সূচনা করেছিলেন কালু সাহা। ইংরেজ আমলে এই পুজোর সূচনা করেছিলেন। কালু সাহা উত্তরপ্রদেশের থেকে মালদহে এসেছিলেন। এখানে এসে জমিদারি শুরু করেন। পরবর্তী প্রজন্ম এই পুজো এগিয়ে নিয়ে যাচ্ছেন। পরবর্তীতে সাহা পদবী বদলে রায় উপাধি পায়। পরবর্তীতে মনমোহন সাহা এই পুজোর মন্দিরের স্থাপন করেন। তখন থেকে ঠাকুর দালানে পুজো হয়ে আসছে। আজও নিষ্ঠার সঙ্গে বাঁকে বিহারীর পুজো হয়ে আসছে ফুলবাড়ি রায় পরিবারের। রাতভোর চলে পুজো অর্চনা। পুজো দেখতে ভিড় করেন ভক্তরা। শুধু তাই নয়, বহু দূরান্ত থেকে এখানে ভক্তদের সমাগম ঘটে মেলা দেখার জন্য। এখনও এই মেলার সুনাম রয়েছে জেলা ও জেলার বাইরে। প্রতিমা বিসর্জন করা হয় স্থানীয় মহানন্দা নদীর ঘাটে। বিসর্জনের সময় বাজি পোড়ানোর রেওয়াজ রয়েছে।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 15, 2024 3:38 PM IST