এবার হস্তশিল্পীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেবে রাজ্য সরকার! কোথায় আবেদন করবেন জানুন

Last Updated:

Malda News: কুটিরশিল্পের উন্নয়ন প্রকল্পে বিরাট সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। যে কোনও ধরনের ছোট মাঝারি হস্তশিল্পীরা এই সুযোগ পাবেন। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা।

+
সেলাইয়ের

সেলাইয়ের কাজ করছেন শিল্পী

মালদহ: কুটিরশিল্পের উন্নয়ন প্রকল্পে বিরাট সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। যে কোনও ধরনের ছোট মাঝারি হস্তশিল্পীরা এই সুযোগ পাবেন। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। শুধুমাত্র শিল্পীদের প্রশিক্ষণের সার্টিফিকেট থাকলেই হবে। জেলা শিল্প কেন্দ্রে যোগাযোগ করলেই মিলবে এই প্রকল্পের সুবিধা। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে হস্তশিল্পীদের মৃত্যুকালীন ক্ষতিপূরণ পাবে পরিবার।
ইতিমধ্যে শুরু হয়েছে এই প্রকল্পে আবেদন। কুমোর, ছুতোর থেকে শুরু করে নাপিত, দর্জি ছাড়াও সমস্ত রকমের হস্তশিল্পীরা এই প্রকল্পের আওতায় রয়েছে।‌ শিল্পীদের কাজের যন্ত্রপাতি, সামগ্রী কেনার জন্য এই টাকা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রকল্পের মাধ্যমে সর্বচ্চো ১৫ হাজার টাকা করে পাবেন শিল্পীরা। এছাড়াও শিল্পীদের মৃত্যুকালীন ক্ষতিপূরণের জন্যে বিশেষ প্রকল্প চালু হয়েছে।
advertisement
দুর্ঘটনা বা যে কোন কারণে শিল্পীদের মৃত্যু হলে পরিবার ২ লক্ষ টাকা পাবে সরকারীভাবে। মালদহ জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল বলেন,”রাজ্য সরকারের এটি একটি নতুন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সমস্ত ধরনের হস্তশিল্পীদের ১৫০০০ টাকা করে দেওয়া হবে। বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য। এছাড়াও হস্তশিল্পীদের মৃত্যুকালীন ক্ষতিপূরণ পাবে পরিবার। জেলা শিল্প কেন্দ্র এসে শিল্পীরা আবেদন করতে পারবেন এই প্রকল্পে”।
advertisement
advertisement
প্রকল্পে শিল্পীদের নাম নথিভুক্ত করনের জন্য প্রয়োজন আধার কার্ড, ছবি ও স্বাক্ষর। সঙ্গে অবশ্যই প্রয়োজন শিল্পীদের প্রশিক্ষণের সার্টিফিকেট। প্রশিক্ষণের সার্টিফিকেট থাকলেই শিল্পীরা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। জেলা শিল্প কেন্দ্রে প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে আসলেই নাম নথিভুক্ত করছেন দফতরের কর্মীরা।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
এবার হস্তশিল্পীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেবে রাজ্য সরকার! কোথায় আবেদন করবেন জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement