IIT Kharagpur: দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য, না দেখলে পস্তাতে হবে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
ভারতবর্ষের সংস্কৃতি, পরম্পরা এবং ঐতিহ্যকে ধরে রেখেছে আপামর বাঙালি। তবে সেই পরম্পরায় কোনও ছেদ নেই প্রযুক্তিবিদ্যার প্রাচীন এই প্রতিষ্ঠানে।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ভারতবর্ষের সংস্কৃতি, পরম্পরা এবং ঐতিহ্যকে ধরে রেখেছে আপামর বাঙালি। তবে সেই পরম্পরায় কোনও ছেদ নেই প্রযুক্তিবিদ্যার প্রাচীন এই প্রতিষ্ঠানে। প্রযুক্তির সঙ্গে সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে আইআইটি খড়গপুর। সেই ১৯৭৭ সালে শুরু, এখনও পর্যন্ত হাজারও হাজারও পড়ুয়াদের ঐকান্তিক প্রচেষ্টায় আলোর উৎসব দীপাবলিকে পালন করে প্রযুক্তিবিদ্যার এই প্রতিষ্ঠান। আলোর উৎসবে মেতেছে গোটা দেশ। একইভাবে এই উৎসবে মেতে উঠেছে আইআইটি খড়গপুরের পড়ুয়া থেকে গবেষক,অধ্যাপক-অধ্যাপিকারাও।
প্রতিবছরের মতো এবছরও রঙ্গোলি এবং ইলুমিনেশন সেরিমনির আয়োজন করা হয়। ভারতের ঐতিহ্য ও পরম্পরাকে ফুটিয়ে তোলা হয়েছে আইআইটি ক্যাম্পাসে। বেশ কয়েকদিনের প্রচেষ্টায়, আইআইটি খড়গপুরের ক্যাম্পাসে শত শত প্রদীপ সাজিয়ে তোলা হয়। ধর্মীয় নানা সম্প্রীতি, সংস্কৃতি, পুরাণকে ছবির আকারে ফুটিয়ে তোলা হয়েছে প্রদীপ জ্বেলে। গোটা আইআইটি ক্যাম্পাস আলোকিত হয়েছে প্রদীপের আলোয়। শুধু তাই নয় আইআইটি পড়ুয়ারা রঙ্গোলি তৈরি করে। যে রঙ্গোলিতে ফুটিয়ে তোলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানুষের মেলবন্ধন। বিভিন্ন রঙে ফুটিয়ে তোলা হয়েছে প্রযুক্তি থেকে সংস্কৃতি ও পরম্পরা।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের আইআইটি খড়গপুরের টেকনোলজি স্টুডেন্টস জিমখানার উদ্যোগে প্রতিবছর এই ইলুমিনেশন ও রঙ্গোলি তৈরি করা হয়। মূলত পড়ুয়াদের উদ্যোগে ও চেষ্টায় বেশ কয়েক দশক ধরে এই পরম্পরা বজায় রেখেছে আইআইটি খড়গপুর। আইআইটি প্রাক্তনী, অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন খড়গপুরের মহকুমা শাসক সহ বিশিষ্টজনেরা। পড়ুয়াদের ভাবনা, তাদের সৃজনশীলতা এবং তাদের উদ্যোগ যথেষ্টই প্রশংসার দাবি রাখে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবছরের মতো এ বছরও শত শত প্রদীপ জ্বেলে আলোকিত হয় ক্যাম্পাস। যে প্রতিষ্ঠানে পড়ুয়ারা প্রযুক্তিবিদ্যার খুঁটিনাটি শিখতে আসে, সেখানেই দশকের পর দশক ধরে এমন অভিনব আয়োজন। আইআইটি কর্তৃপক্ষের এবং শিক্ষার্থীদের এমন অভিনব আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
October 21, 2025 1:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IIT Kharagpur: দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য, না দেখলে পস্তাতে হবে