মায়ের আরাধনার সঙ্গেই সমাজসেবা! নরনারায়ণ সেবা থেকে কম্বল-মশারি বিতরণ, শতাব্দী প্রাচীন 'এই' শ্যামা পুজোয় জমজমাট আয়োজন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
Shyama Puja: এখানে দশদিন ধরে পুজো চলে, সেই সঙ্গেই রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা হলেই বসে যায় চাঁদের হাট। এই বছর এই পুজো দেড়শো তম বর্ষে পদার্পণ করল।
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ দীপান্বিতা অমাবস্যা তিথিতে পালিত হয় দীপাবলি। এই তিথিকে কেন্দ্র বাংলা জুড়ে শ্যামা মায়ের আরাধনা হয়। সোমবার রাজ্যের নানা প্রান্তে নারীশক্তির দেবী মা কালীর পুজো হয়েছে। পশ্চিম মেদিনীপুরও ব্যতিক্রম নয়।
এই জেলা জুড়ে ছড়িয়ে রয়েছে অনেক বিগ বাজেট পুজো। থিমের পুজো থেকে সাবেকি, বনেদি বাড়ি পুজো হয় পশ্চিম মেদিনীপুরে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পুজো হল দাসপুর গ্রামরক্ষী বাহিনীর সর্বজনীন শ্যামা পুজো। এখানে দশদিন ধরে পুজো চলে, সেই সঙ্গেই রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা হলেই বসে যায় চাঁদের হাট।
আরও পড়ুনঃ দীপাবলির আনন্দের মাঝে অঘটন! কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি, বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
সাংস্কৃতিক চর্চার পাশাপাশি গ্রামরক্ষী বাহিনী পুজো কমিটি সামাজিক কাজেও নজির গড়ে। এই পুজো ঘিরে থাকে নরনারায়ণ সেবা। যেখানে প্রায় দু’হাজার মানুষের খাওয়াদাওয়ার ব্যাবস্থা করেছে কমিটি। এছাড়া পাঁচশো দুঃস্থ মানুষকে শীত নিরাময়ে কম্বল ও মশার হাত থেকে বাঁচাতে মশারি বিতরণের মতো সমাজ সেবামূলক কাজ রয়েছে তাঁদের। সেই সঙ্গেই বাচ্চাদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনও হবে। অর্থাৎ সংস্কৃতি, ক্রীড়া, সামাজিক দায়িত্ব থেকে মাতৃ আরাধনা, সবেতেই সমানভাবে দৃষ্টিপাত করেন উদ্যোক্তারা। এই বছর এই পুজো দেড়শো তম বর্ষে পদার্পণ করল।
advertisement
advertisement
প্রসঙ্গত, দীপান্বিতা অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় দীপান্বিতা কালীপুজো। এই পুজো মূলত পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা ও বাংলাদেশে উদযাপিত হয়। কালীপুজো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই পুজোয় দেবী কালীর আরাধনা করা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দীপান্বিতা কালীপুজোর ইতিহাস প্রাচীন এবং জটিল। দেবী কালী প্রাচীন ভারতীয় গ্রন্থে উল্লিখিত হয়েছেন। কিন্তু তিনি মূলত তান্ত্রিক এবং লৌকিক দেবী হিসেবে পরিচিত ছিলেন। দীপান্বিতা কালীপুজোর তাৎপর্য হল শক্তির দেবী কালীর আরাধনা, যিনি অশুভ শক্তির বিনাশকারিণী। এই পুজো মানুষকে অজ্ঞতা, অন্ধকার এবং ভয় থেকে মুক্তি পেতে সাহায্য করে। কালীপুজো মানুষকে শক্তি, সাহস এবং আত্মবিশ্বাস দেয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
October 21, 2025 1:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মায়ের আরাধনার সঙ্গেই সমাজসেবা! নরনারায়ণ সেবা থেকে কম্বল-মশারি বিতরণ, শতাব্দী প্রাচীন 'এই' শ্যামা পুজোয় জমজমাট আয়োজন