গ্রামের মানুষগুলোর এই এক হয়ে যাওয়া তাঁদের মধ্যে আলাদা উন্মাদনা এনে দিল। দাসপুরের গোছাতি ও সিংহচক এলাকায় এই পাড়ার আগে একটিই মা মনসার পুজো বেশ ধুমধাম করে হত। তা প্রায় দেড়শো বছর আগেকার কথা। সেই সময় হঠাৎ নিজেদের মধ্যে বিবাদের জেরে পুজো ভাগ হয়ে পাড়ার দুই প্রান্তে দুই মনসা পুজো শুরু হয়। আজ আবার পাড়ার মানুষগুলো এক হয়েছেন।
advertisement
আরও পড়ুন: বাবার চিকিৎসা করাতে বাপের বাড়ি এসেছিলেন যুবতী, দরজার পাশে বসতেই অঘটন! ভাবতেই পারছেন না কেউ
তবে দুই মনসা মাকেই তাঁরা রাখছেন রীতি মেনে। দুই মনসা মায়েরই পুজোও হচ্ছে।এবার পুজোর উন্মাদনা হয়েছে দ্বিগুণ। তাদের উন্মাদনা যেকোনও মাত্রায় তা তাদের ঠাকুর আনতে যাওয়ার ছবিতেই ধরা পড়েছে। যদিও পশ্চিম মেদিনীপুরের দুই পাড়া এক হলেও এক হল না দুই মা। তাই দু’পাড়ার দুই মা এখন এক মণ্ডপে পুজিতা হচ্ছেন। এই ছবি প্রমাণ করে দিল, মা চাইলে দেড়শো বছরের পুরোনো বিবাদ মিটিয়ে এক করতে পারেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই সঙ্গে এই পুজো মণ্ডপ থেকে একতার বার্তা সংঘবদ্ধের বার্তা আরও উজ্জ্বল হয়ে উঠল। সংকট থেকে মুক্তি লাভ ও সর্প দংশনের থেকে মুক্তি লাভ সেই সঙ্গে কল্যাণার্থে এই মনসা পুজো করা হয়ে থাকে। দুই পাড়ার মাতৃ আরাধণা তাই আরও ধুমধামে ও জাঁকজমকপূর্ণ হল এ বছর।