TRENDING:

Jalpaiguri:বর্বরতার সব সীমা পার,তিন যুবক মিলে দাদার স্ত্রীর সঙ্গে যা করল, গোটা এলাকায় 'আগুন জ্বলছে'

Last Updated:

কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলব, এই হুমকি দিয়ে দাদার স্ত্রীর সঙ্গে যা করল তিনজন, নিন্দার ঝড় এলাকা জুড়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলব, এই হুমকি দিয়ে দাদার স্ত্রীর সঙ্গে যা করল তিনজন, নিন্দার ঝড় এলাকা জুড়ে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দ্বারীকামারি কালীহাট অঞ্চলে।
বৌদির সঙ্গে তিন যুবক মিলে কুকর্ম 
বৌদির সঙ্গে তিন যুবক মিলে কুকর্ম 
advertisement

অভিযোগ, শুক্রবার রাতে বাড়িতে একা ছিলেন মহিলা। সেই সুযোগে তিন যুবক হঠাৎই বাড়িতে ঢুকে পড়ে মহিলাকে জোর করে ঘরের ভিতরে নিয়ে যায় এবং গণধর্ষণ করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার স্বামী সুকুমার সরকার পেশায় সবজি বিক্রেতা। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। রাত দশটা নাগাদ তিনি উঠোনে বাসন মাজছিলেন। সেই সময় অভিযুক্তরা বাড়িতে ঢুকে পড়ে। যাওয়ার আগে তারা নির্যাতিতাকে হুমকি দেয়, ” কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলব।”

advertisement

ভয়ে প্রথমে মুখ খুলতে পারেননি নির্যাতিতা। পরে স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ সরকারের পরামর্শে স্বামীকে সব জানান এবং ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নেমে গৌরাঙ্গ রায় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। অন্য দুই অভিযুক্ত এখনও পলাতক, তাদের সন্ধানে তল্লাশি চলছে।

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামে অস্থায়ী সিনেমা হল, কালীপুজোয় জঙ্গলমহলে ভিন্ন আয়োজন, উপভোগ করলেন আট থেকে আশি
আরও দেখুন

পঞ্চায়েত সদস্য গণেশ সরকার বলেন, ” এই ঘটনা মানবিকতার সীমা ছাড়িয়ে গেছে। সমাজে এমন বর্বরতা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের যেন কঠোর শাস্তি হয়।” ধৃত অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বাকি দুই অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে।  ময়নাগুড়ির এই ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা, প্রশাসনের কাছে তারা দ্রুত বিচার দাবি করেছেন!

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri:বর্বরতার সব সীমা পার,তিন যুবক মিলে দাদার স্ত্রীর সঙ্গে যা করল, গোটা এলাকায় 'আগুন জ্বলছে'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল