আলিপুরদুয়ার জেলার ভাতখাওয়া চা বাগানে দেখা মিলল দুটি লেপার্ড শাবকের। এদিন সকালে কাজে এসে শ্রমিকরা বাগানের একটি নালাতে দুটি লেপার্ডের শাবক দেখতে পান। দু’সপ্তাহ আগে একই স্থানে দেখা মিলেছিল লেপার্ডের শাবকের। যদিও পরবর্তীতে সেগুলিকে নিয়ে গিয়েছিল মা লেপার্ড।
আরও পড়ুন: আর যেতে হবে না জলপাইগুড়ি, এবার বীরপাড়াতেই মিলবে উন্নত পরিষেবা
advertisement
ভাতখাওয়া চা বাগানে এমনিতেই লেপার্ড-এর আতঙ্ক রয়েছে। মাঝে মধ্যে বাগানে লেপার্ড শাবক দেখা মেলায় আতঙ্কিত শ্রমিকরা। এদিন দুটি লেপার্ড শাবক দেখে শ্রমিকরা বাগান কর্তৃপক্ষকে জানায় বিষয়টি। এরপর খবর দেওয়া হয় বন দফতরে।বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌঁছায় চা বাগানে। শাবক দুটোর উপর তারা নজর রাখছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বন দফতর সূত্রে জানা গিয়েছে, লেপার্ড শাবক দুটিকে উদ্ধার করা এখনই হবে না। ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। দেখা হবে সেগুলির মা আসছে কি না। যদি না আসে তাহলে সেগুলিকে উদ্ধার করা হবে।
Annanya Dey






