Alipurduar News: আর যেতে হবে না জলপাইগুড়ি, এবার বীরপাড়াতেই মিলবে উন্নত পরিষেবা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
বীরপাড়া হাসপাতাল পেয়েছে নতুন ভবন। হাসপাতালের পুরনো ভবনে ছিল শিশু বিভাগ সেটিকে নতুন ভবনে স্থানান্তরিত করা হয়েছে।
আলিপুরদুয়ার: বীরপাড়া হাসপাতাল পেয়েছে নতুন ভবন। হাসপাতালের পুরনো ভবনে ছিল শিশু বিভাগ, সেটিকে নতুন ভবনে স্থানান্তরিত করা হয়েছে। সবমিলিয়ে হাসপাতালে ২২০ টি শয্যা রয়েছে। এবার আর বীরপাড়া এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের চিকিৎসার জন্য ছুটতে হবে না জলপাইগুড়িতে।
বীরপাড়া হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শয্যা সংখ্যা এখনই বাড়ানো হচ্ছে না। পর্যাপ্ত চিকিৎসক এবং অন্যান্য কর্মীরা এলে তবেই বাড়বে শয্যা সংখ্যা। এই হাসপাতালের ওপর নির্ভরশীল মাদারিহাট বীরপাড়া ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েত, ১৯টি চা বাগান, ফালাকাটা, ধুপগুড়ি এবং বানারহাট ব্লকের একাংশ মানুষ। হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের দাবি বহুদিন আগে থেকেই ছিল। অবশেষে এই পরিকাঠামো এক ধাপ উন্নত হয়েছে।
advertisement
advertisement
হাসপাতালে ৪২ জন চিকিৎসকের স্থানে ২৮ জন চিকিৎসক রয়েছেন, ফলে প্রত্যেক চিকিৎসকের ওপর বাড়তি কাজের চাপ রয়েছে। আগামীতে এই চিকিৎসকের সংখ্যা বাড়বে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এসে হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করেছেন ভার্চুয়ালি ভাবে। হাসপাতালের নতুন চার তলা ভবনটি পূর্ত দফতরের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাসপাতাল সুপার কৌশিক গড়াই জানান, “চিকিৎসক সংখ্যা বাড়ানো প্রয়োজন। তবে আমাদের বিশ্বাস রয়েছে সেই কাজটিও হবে।”
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 22, 2025 2:55 PM IST
