TRENDING:

South Dinajpur News : লক্ষ্মী মূর্তির বদলে থাকে রাম-সীতার মূর্তি, চারদিনের লক্ষ্মী পুজোয় মেতে থাকে পুরো গ্রাম

Last Updated:

কৃষকদের আর্থিক কষ্ট, অর্ধাহার, অনাহার তখন ছিল নিত্যদিনের সঙ্গী সেই অবস্থা থেকে মুক্তি পেতেই গ্রামে প্রচলন করা হয়েছিল লক্ষ্মী পুজোর।এরপর জলঘর গ্রাম পঞ্চায়েতের গোপীনগর গ্রামে আজও আড়ম্বরের সঙ্গে পালন করা হয় লক্ষ্মীপুজোর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : বছরভর অপেক্ষা করে থাকে স্থানীয় বাসিন্দারা দুর্গা পুজোর জন্য নয়, লক্ষ্মী পুজোর জন্য। দেশভাগের সময় নিজেদের ভিটে মাটি ছেড়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসতে বাধ্য হয়েছিল অনেকেই। গ্রামের ভাগ্য ফেরাতে প্রবীণরা শুরু করেছিলেন লক্ষ্মী পুজো।
advertisement

সেই লক্ষ্মী পুজো আজও ভক্তি নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে গ্রামের মানুষ। কৃষকদের আর্থিক কষ্ট, অর্থাহার, অনাহার তখন ছিল নিত্যদিনের সঙ্গী।

আরও পড়ুন: সাবধান! সূর্যের রাশি পরিবর্তন, জীবন ছারখার হবে ৪ রাশির, আর্থিক ক্ষতি, স্বাস্থ্যহানির আশঙ্কা

সেই অবস্থা থেকে মুক্তি পেতেই গ্রামে প্রচলন করা হয়েছিল লক্ষ্মী পুজোর। এরপর জলঘর গ্রাম পঞ্চায়েতের গোপীনগর গ্রামে আজও অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালন করা হয় লক্ষী পুজোর।

advertisement

View More

আরও পড়ুন: রতন টাটার প্রাক্তন প্রেমিকা, পাঁচ প্রেমিক, বিয়ে করেও সারাবজীবন থাকলেন একা, কী বললেন প্রাক্তনের বিয়োগে?

এই গ্রামে দুর্গা পুজোর কোনও প্রচলন নেই, তাই লক্ষ্মীর পুজোতেই টানা তিন দিন মেতে থাকেন গ্রামবাসীরা। এমনকি লক্ষ্মীপুজোর অপেক্ষায় বাক্সবন্দি থাকে নতুন জামাকাপড়ও।

এই লক্ষ্মী পুজোয় বিশেষত্ব হল, লক্ষ্মীর মূর্তি বলতে রাম লক্ষনের সঙ্গে সীতা মূর্তিকেই বোঝানো হয়। অর্থাৎ লক্ষীর যে চিরাচরিত রূপ পদ্মের উপর বসে পেঁচা বাহন নিয়ে সেই রূপ কিন্তু দক্ষিণ দিনাজপুরের লোকাচার অনুযায়ী অনেক অঞ্চলে মেলেনা। এখানে রাম সীতা লক্ষণের মূর্তিকেই লক্ষ্মীর মূর্তি হিসেবে পুজো করা হয়।

advertisement

গোপীনগর গ্রামেও একই ধরনের মুর্তি। গ্রামবাসীরা বিশ্বাস করেন ভগবানের আশীর্বাদে আর তাদের কোনও আর্থিক সমস্যা নেই। বরং আগের থেকে গ্রাম উন্নত হয়েছে। জীবনযাত্রার মান উন্নত হয়েছে। ফলে গ্রামবাসীদের আস্থা ও বিশ্বাস বেড়েছে লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে। তিন দিনের লক্ষ্মীপুজো উপলক্ষে এই গ্রামে রাতে বাউল, আলকাপ, পঞ্চরসের মত লোকগানের আসর বসে।

advertisement

প্রত্যন্ত এ গ্রামের পুজো দেখতে ভিড় করেন আশপাশের আরও কয়েকটা গ্রামের মানুষ। পুজো উপলক্ষে বসে মেলাও। তবে এখানে আবার পুজো শেষে লক্ষ্মীর বিসর্জন হয় না। সারাবছর মন্দিরেই থাকে মূর্তি। পরের বছর পুজোর আগে পুরানো মূর্তি বিসর্জন দিয়ে নতুন প্রতিমা আনা হয়, এটাই এখানকার রীতি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News : লক্ষ্মী মূর্তির বদলে থাকে রাম-সীতার মূর্তি, চারদিনের লক্ষ্মী পুজোয় মেতে থাকে পুরো গ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল