Ratan Tata: রতন টাটার প্রাক্তন প্রেমিকা, পাঁচ প্রেমিক, বিয়ে করেও সারাবজীবন থাকলেন একা, কী বললেন প্রাক্তনের বিয়োগে?
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
রাজ কাপুর ও সত্যজিৎ রায়ের মতো বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছিলেন তিনি৷ রিল লাইফের মতো তাঁর বাস্তব জীবনও যথেষ্ট আকর্ষণীয়৷
advertisement
advertisement
advertisement
advertisement
ইংল্যান্ড থেকে উচ্চ শিক্ষিত এই বলিউড অভিনেত্রী তাঁর রুচিবোধ ও শালীনতার জন্য বিখ্যাত ছিলেন৷ তাঁর এই মার্জিত বোধই তাঁর ভক্তদের তালিকা ক্রমশ দীর্ঘতর করে তুলছিল৷ চলচ্চিত্রে প্রবেশ করার পর থেকেই তাঁর সম্পর্কের জন্য তিনি ক্রমশ বিখ্যাত হতে লাগলেন৷ তবে হিন্দি নয়, ইংরেজি চলচ্চিত্র ‘টারজান গোজ টু ইন্ডিয়া’ দিয়ে শুরু করেছিলেন, তাঁর কর্মজীবন৷ ১৯৪৭ সালে ১৭ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি৷ লুধিয়ানায় জন্মগ্রহণ করেছিলেন, বড় হয়েছেন ইংল্যান্ডে৷ পড়াশোনা করেছিলেন নিউল্যান্ড হাউস স্কুলে৷
advertisement
এই বলিউড সুন্দরীর নাম সিমি গ্রেওয়াল৷ শোনা যায়, মাত্র পাঁচ বছর বয়সে রাজ কুপারকে ‘আওয়ারা’ সিনেমায় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সিমি৷ কিন্তু তাঁর বাবা তাতে রাজি হননি৷ মাত্র ১৫ বছর বয়সে তিনি চলে আসেন মুম্বইয়ে৷ তাঁর প্রথম বিগ ছবি ছিল ‘মেরা নাম জোকার’৷ ছবির এই রোল খুব বেশি না হলেও তাঁর চরিত্র মূল বিষয়কে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে৷
advertisement
advertisement
advertisement
সিমির জীবনে প্রথম ব্যক্তি ছিলেন জামনগরের মহারাজা৷ ১৭ বছর বয়সে প্রথমবার প্রেমে পড়েছিলেন তিনি৷ তিন বছরের সম্পর্ক ছিল, তাঁদের৷ তিনি মনসুর আলী খান পতৌদিরও প্রেমে পড়েন৷ দুজনেই একে অপরের প্রেমে পাগল ছিলেন৷ তাঁকে তাঁর পরিবারের সঙ্গে দেখা করার জন্যও নাকি পাগল ছিলেন৷ তারপর শর্মিলার সঙ্গে দেখা হয় পতৌদি৷ ভেঙে যায়, তাঁদের সম্পর্ক৷
advertisement
advertisement
advertisement