৫ টাকা থেকে শুরু করে ৫০ টাকার মধ্যে ঘুড়ি পাওয়া যাচ্ছে, বিভিন্ন আকারের ঘুড়ি বিক্রির পাশাপাশি একদম বিশাল আকৃতির ঘুড়িও বিকোচ্ছে। সকাল থেকেই ফাঁকা মাঠ আর তিস্তা নদীর তীরে ঘুড়ি ওড়াতে দেখা যায় বয়স নির্বিশেষে অনেককেই। লাটাই ধরে সুতো ছাড়া আর টানার এই ছবি যেন মনে করিয়ে দেয় পুরোনো সেই দিনের কথা! আজকের এই আধুনিক সময়েও, যেখানে প্রযুক্তি মানুষের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ, সেখানেও বাংলার ঐতিহ্য যেন মুছে যায়নি।
advertisement
আরও পড়ুন: বাজার থেকে এল দারুণ খবর, হুড়মুড়িয়ে দাম কমছে সবজি-র, সবচেয়ে সস্তায় কোনটা মিলছে
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুঠোফোনে আচ্ছন্ন থাকলেও, মকর সংক্রান্তি মানেই ঘুড়ি, পুলি পিঠে, আর এই অনুভূতিগুলো মানুষ ভুলে যায় নি। গ্রাম বাংলার ঐতিহ্য বজায় রেখেই শহরের মানুষেরাও নিজেদের পুরনো দিনে ফিরিয়ে নিয়ে আসছেন মকর সংক্রান্তির আসল আনন্দ।
সুরজিৎ দে