TRENDING:

North Bengal Weather Today: পৌষের শেষলগ্নে শীতের মারকাটারি ব্যাটিং! নিম্নচাপকে তুড়ি মেড়ে শৈত্য প্রবাহের দাপটে জবুথবু উত্তরবঙ্গ

Last Updated:
North Bengal Weather Today: উত্তরবঙ্গের জেলাগুলিতে হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। পৌষ সংক্রান্তির আগে বড় পরিবর্তনের ইঙ্গিত নেই।
advertisement
1/5
পৌষের শেষলগ্নে শীতের মারকাটারি ব্যাটিং! শৈত্য প্রবাহের দাপটে জবুথবু উত্তরবঙ্গ
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে গভীর নিম্নচাপ। কিন্তু তারমধ্যে গোটা বঙ্গজুড়ে উত্তুরে হাওয়া ও ঠান্ডার মারকাটারি ব্যাটিং। উত্তরবঙ্গের জেলাগুলিতে হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। পৌষ সংক্রান্তির আগে আবহাওয়ার বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত দেয়নি হাওয়া অফিস।  (ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)
advertisement
2/5
হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি কম থাকতে পারে। উল্লেখ্য, শনিবার থেকেই শীতের তীব্র কামড় অনুভব করছে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরের একাধিক জেলা।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দউতর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার বড় কোনও পরিবর্তন হবে না। এমনকী নিম্নচাপের বড় প্রভাব পড়ার ইঙ্গিত এখনও পর্যন্ত সেইভাবে নেই। যদিও কুয়াশার দাপট বাড়বে গোটা রাজ্যজুড়েই।
advertisement
4/5
আবহবিদরা আরও জানিয়েছেন, আগামী কয়েকদিন শৈত্য প্রবাহের দাপট বজায় থাকবে। একইসঙ্গে থাকছে ঘন কুয়াশা। যার ফলে ৫০ মিটার পর্যন্ত কমে যেতে পারে দৃশ্যমানতা। ফলে উত্তরবঙ্গের মানুষকে এখনও কয়েকদিন এই তীব্র শীতের সঙ্গে লড়াই চালাতে হবে।
advertisement
5/5
অন্যদিকে এমন হাড়কাঁপানো শীতে রাস্তাঘাটে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গাড়ি চালানোর সময় বিশেষভাবে সতর্ক থাকতে বলা হচ্ছে চালকদের। অন্যদিকে বাড়ির ছোট সদস্য ও প্রবীণদের সাবধানে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। (ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Weather Today: পৌষের শেষলগ্নে শীতের মারকাটারি ব্যাটিং! নিম্নচাপকে তুড়ি মেড়ে শৈত্য প্রবাহের দাপটে জবুথবু উত্তরবঙ্গ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল