Vegetable Price Drops: বাজার থেকে এল দারুণ খবর, হুড়মুড়িয়ে দাম কমছে সবজি-র, সবচেয়ে সস্তায় কোনটা মিলছে

Last Updated:
Vegetable Price Drops: ব্যাগ ভর্তি বাজার করে ফিরছেন ক্রেতারা! কত কমল সবজির দাম! জানুন
1/5
জলপাইগুড়ি: আগুন দাম নয়,জলের দরে বিকোচ্ছে সবজি! এ যেন এক্কেবারে উলট পুরান! ক'দিন আগেও অগ্নিমূল্য বাজারে হাত পুড়ছিল মধ্যবিত্তের। তবে এবার হাসি মুখে থলে ভরে বাজার করছে সাধারণ মানুষ। আজ জলপাইগুড়ির বাজারে গিয়ে চোখে পড়ল ভিড় ঠেলে ব্যাগ ভরে বাজার করছেন ক্রেতারা।
জলপাইগুড়ি: আগুন দাম নয়,জলের দরে বিকোচ্ছে সবজি! এ যেন এক্কেবারে উলট পুরান! ক'দিন আগেও অগ্নিমূল্য বাজারে হাত পুড়ছিল মধ্যবিত্তের। তবে এবার হাসি মুখে থলে ভরে বাজার করছে সাধারণ মানুষ। আজ জলপাইগুড়ির বাজারে গিয়ে চোখে পড়ল ভিড় ঠেলে ব্যাগ ভরে বাজার করছেন ক্রেতারা।
advertisement
2/5
কারণ, এতদিন পর আজ বাজারে সবজি বিক্রি হচ্ছে জলের দরে। ফুলকপি, বাঁধাকপি, আলু, শসা, টমেটোসহ প্রায় সব সবজি এখন বিক্রি হচ্ছে অস্বাভাবিক সস্তায়। সর্বসাকুল্যে সব থেকে বেশি সবজির দাম রয়েছে ৫০ টাকা কেজি দর।
কারণ, এতদিন পর আজ বাজারে সবজি বিক্রি হচ্ছে জলের দরে। ফুলকপি, বাঁধাকপি, আলু, শসা, টমেটোসহ প্রায় সব সবজি এখন বিক্রি হচ্ছে অস্বাভাবিক সস্তায়। সর্বসাকুল্যে সব থেকে বেশি সবজির দাম রয়েছে ৫০ টাকা কেজি দর।
advertisement
3/5
আজ বাজারে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকা কেজি দরে, আলু ২০ টাকা কেজি। বেগুন, শশা, এবং অন্যান্য সবজির দামও কমেছে হুহু করে। শশা বিক্রি হচ্ছে মাত্র ৩০ টাকা কেজি, আর বেগুনের দাম ৩০ টাকা কেজি। একমাত্র রসুনের দাম কিছুটা বেশি, তবে সেটাও অনেকের কাছে ক্রয়ক্ষমতার মধ্যে।এখানেই শেষ নয়।
আজ বাজারে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকা কেজি দরে, আলু ২০ টাকা কেজি। বেগুন, শশা, এবং অন্যান্য সবজির দামও কমেছে হুহু করে। শশা বিক্রি হচ্ছে মাত্র ৩০ টাকা কেজি, আর বেগুনের দাম ৩০ টাকা কেজি। একমাত্র রসুনের দাম কিছুটা বেশি, তবে সেটাও অনেকের কাছে ক্রয়ক্ষমতার মধ্যে।এখানেই শেষ নয়।
advertisement
4/5
লঙ্কার দামও আশ্চর্যজনকভাবে কমে গেছে, ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা আগে অনেক বেশি ছিল। এর আগে বাড়তি দাম থাকায় প্রশাসন অনেকবার অভিযানের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে।
লঙ্কার দামও আশ্চর্যজনকভাবে কমে গেছে, ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা আগে অনেক বেশি ছিল। এর আগে বাড়তি দাম থাকায় প্রশাসন অনেকবার অভিযানের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে।
advertisement
5/5
আজ ক্রেতারা বাজারে গিয়ে সস্তায় সবজি কিনে এক মুখ হাসি নিয়ে বাড়ি ফিরছেন। বাজারে তাঁদের আনন্দের ছোঁয়া। একসময় সবজি কিনতে পকেটে টান ধরছিল মধ্যবিত্তের, অল্প কিছু কিনেই ফিরতে হচ্ছিল বাড়িতে। আর আজ শীতকালীন সবজি থলে ভরে বাজার করতে পেরে স্বভাবতই খুশি! Input- Surajit Dey
আজ ক্রেতারা বাজারে গিয়ে সস্তায় সবজি কিনে এক মুখ হাসি নিয়ে বাড়ি ফিরছেন। বাজারে তাঁদের আনন্দের ছোঁয়া। একসময় সবজি কিনতে পকেটে টান ধরছিল মধ্যবিত্তের, অল্প কিছু কিনেই ফিরতে হচ্ছিল বাড়িতে। আর আজ শীতকালীন সবজি থলে ভরে বাজার করতে পেরে স্বভাবতই খুশি! Input- Surajit Dey
advertisement
advertisement
advertisement