TRENDING:

Jalpaiguri News: পর্যটকদের জন্য দারুণ খবর! গরুমারা জঙ্গলে খুলে গেল সরকারি কটেজ!

Last Updated:

Jalpaiguri News: পর্যটকদের জন্য চমক নিয়ে হাজির বনদফতর। এবার জঙ্গল সফর হবে আরও রোমাঞ্চকর। জঙ্গলের ভেতর রাতযাপনের সুবিধায় সুবন্দোবস্ত রাজ্য সরকারের। শীতের মরশুমে খুলে গেল গরুমারা জঙ্গল লাগোয়া তিনটি সরকারি কটেজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: পর্যটকদের জন্য চমক নিয়ে হাজির বনদফতর। এবার জঙ্গল সফর হবে আরও রোমাঞ্চকর। জঙ্গলের ভেতর রাতযাপনের সুবিধায় সুবন্দোবস্ত রাজ্য সরকারের। শীতের মরশুমে খুলে গেল গরুমারা জঙ্গল লাগোয়া তিনটি সরকারি কটেজ। ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের জন্য দারুণ সুখবর। পর্যটকদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুলে গেল সরকারি কটেজেরদ্বার। আগামীকাল, মঙ্গলবার থেকেই শুরু হবে অনলাইন বুকিং। এক্কেবারে জঙ্গলের ভেতর রাতযাপনে ট্রিপ হবে দ্বিগুণ অ্যাডভেঞ্চারাস।
advertisement

আরও পড়ুনঃ একটি গাজরে দূর হবে সুগার, তরতরিয়ে কমবে ওজন! স‍্যলাডে নয়, রোজ এই ‘নিয়মে’ খান

পুজোর মরশুমে সরকারি কটেজে থাকার সুযোগ না মেলায় হতাশ হতে হয়েছিল ডুয়ার্স আসা পর্যটকদের। কিন্তু, অবশেষে সুখবর নিয়ে এল বন দফতর। স্বল্প খরচে পর্যটকরা দক্ষিণ ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্প, কালীপুর ও মৌচুকি ইকো কটেজে রাত্রিযাপন করতে পারবেন। দীর্ঘদিন থেকে গরুমারা বন্যপ্রাণ বিভাগের এই কটেজ গুলো বন্ধ ছিল। পুনরায় সংস্কার করে পর্যটন মরশুমে এই কটেজ গুলো খুলে যাওয়ার খবরে খুশির হাওয়া পর্যটক মহলে।তবে আরও চমক রয়েছে পর্যটকদের জন্যে।

advertisement

কটেজ খোলার পাশাপাশি এখানে থাকার খরচও আগের থেকে এবার কমিয়ে দেওয়া হয়েছে। ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পের গাছবাড়ির ৬ টি কটেজের সংস্কার করা হয়েছে। এছাড়াও মৌচুকিতে এতদিন দ্বিশয্যা ঘরের দৈনিক ভাড়া ছিল ২২০০ টাকা। এখন হাজার টাকা কমিয়ে ভাড়া হল দৈনিক ১২০০ টাকা। দক্ষিণ ধূপঝোরায় থাকলে পর্যটকরা কুনকি হাতি দর্শনের সুযোগ পায়। আগামীকাল, মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে অনলাইন বুকিং। ডুয়ার্সের অন্যান্য বেসরকারি হোটেল কিংবা রিসোর্টে রাত্রিযাপন করতে হলে পর্যটকদের মোটা অর্থ ব্যয় করতে হয়।

advertisement

View More

আরও পড়ুনঃ গাদা গাদা ড্রাই ফ্রুট খাচ্ছেন? ‘এঁদের’ জন্য যমের সমান…! শীতে দফারফা করে দেবে শরীর

তবে, বন দফতরের উদ্যোগে কটেজগুলো নতুন করে খুলে যাওয়ার কথা শুনে খুশি পর্যটকরা। ডুয়ার্সে আসার প্ল্যান থাকলে আপনিও সরকারি কটেজের বুকিং ঝটপট সেরে ফেলতে পারেন । বর্ষশেষে শীতের মরশুমে পর্যটকদের জন্য নিঃসন্দেহে এই এক দারুন উপহার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহরের মতো গ্রামীণ হাসপাতালেও চালু ই-প্রেসক্রিপশন, সহজেই পড়া যাবে ওষুধের নাম
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: পর্যটকদের জন্য দারুণ খবর! গরুমারা জঙ্গলে খুলে গেল সরকারি কটেজ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল