আরও পড়ুনঃ একটি গাজরে দূর হবে সুগার, তরতরিয়ে কমবে ওজন! স্যলাডে নয়, রোজ এই ‘নিয়মে’ খান
পুজোর মরশুমে সরকারি কটেজে থাকার সুযোগ না মেলায় হতাশ হতে হয়েছিল ডুয়ার্স আসা পর্যটকদের। কিন্তু, অবশেষে সুখবর নিয়ে এল বন দফতর। স্বল্প খরচে পর্যটকরা দক্ষিণ ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্প, কালীপুর ও মৌচুকি ইকো কটেজে রাত্রিযাপন করতে পারবেন। দীর্ঘদিন থেকে গরুমারা বন্যপ্রাণ বিভাগের এই কটেজ গুলো বন্ধ ছিল। পুনরায় সংস্কার করে পর্যটন মরশুমে এই কটেজ গুলো খুলে যাওয়ার খবরে খুশির হাওয়া পর্যটক মহলে।তবে আরও চমক রয়েছে পর্যটকদের জন্যে।
advertisement
কটেজ খোলার পাশাপাশি এখানে থাকার খরচও আগের থেকে এবার কমিয়ে দেওয়া হয়েছে। ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পের গাছবাড়ির ৬ টি কটেজের সংস্কার করা হয়েছে। এছাড়াও মৌচুকিতে এতদিন দ্বিশয্যা ঘরের দৈনিক ভাড়া ছিল ২২০০ টাকা। এখন হাজার টাকা কমিয়ে ভাড়া হল দৈনিক ১২০০ টাকা। দক্ষিণ ধূপঝোরায় থাকলে পর্যটকরা কুনকি হাতি দর্শনের সুযোগ পায়। আগামীকাল, মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে অনলাইন বুকিং। ডুয়ার্সের অন্যান্য বেসরকারি হোটেল কিংবা রিসোর্টে রাত্রিযাপন করতে হলে পর্যটকদের মোটা অর্থ ব্যয় করতে হয়।
আরও পড়ুনঃ গাদা গাদা ড্রাই ফ্রুট খাচ্ছেন? ‘এঁদের’ জন্য যমের সমান…! শীতে দফারফা করে দেবে শরীর
তবে, বন দফতরের উদ্যোগে কটেজগুলো নতুন করে খুলে যাওয়ার কথা শুনে খুশি পর্যটকরা। ডুয়ার্সে আসার প্ল্যান থাকলে আপনিও সরকারি কটেজের বুকিং ঝটপট সেরে ফেলতে পারেন । বর্ষশেষে শীতের মরশুমে পর্যটকদের জন্য নিঃসন্দেহে এই এক দারুন উপহার।
সুরজিৎ দে





