জানা গিয়েছে, ভিনরাজ্যে মৃত শ্রমিকের নাম অর্জুন চৌধুরী, বয়স ৩৩ বছর। বর্তমানে তাঁর পরিবারে রয়েছে বৃদ্ধা মা, স্ত্রী সহ ও দুই নাবালক সন্তান। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত এক মাস আগে গুজরাতের সুরাতে পাইপ লাইনের কাজ করতে যান অর্জুন। কিন্তু সেই কাজে গিয়ে গত শনিবার তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন।
advertisement
আরও পড়ুনঃ গ্যাস গোডাউনে দুঃসাহসিক চুরি! লক্ষ লক্ষ টাকা হাতাল চোরেরা, মাথায় হাত বাঁকড়ার ব্যবসায়ীর
গুজরাতের একটি হাসপাতালে অর্জুনকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। যদিও এই বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুর আসল রহস্য নিয়ে এখনও ধোঁয়াশায় পরিবারের সদস্যরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পশ্চিম রুকুন্দিপুর ঢুলিপাড়ায়। এমন পরিস্থিতিতে পরিবারের একমাত্র উপার্জনকারী হারানোয় অথৈ জলে পড়েছেন পরিবারের সদস্যরা। ঘটনায় গ্রামবাসীরা অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্যের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণের আবেদন জানিয়েছেন।





