TRENDING:

E-prescription: নববর্ষের উপহার! শহরের পাশাপাশি গ্রামীণ হাসপাতালেও চালু ই-প্রেসক্রিপশন, সহজেই পড়া যাবে ওষুধের নাম-সহ প্রেসক্রিপশনের খুঁটিনাটি

Last Updated:

Nadia E-prescription: নদিয়া জেলার বগুলা হাসপাতালে চালু হল ই-প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন পড়ে ওষুধের নাম বোঝার ঝক্কি আর রইল না। রোগী এবং রোগীর পরিজন খুব সহজেই এবার ই-প্রেসক্রিপশন পড়তে, বুঝতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বগুলা, নদিয়া, মৈনাক দেবনাথ: বগুলা হাসপাতালে চালু হল ই-প্রেসক্রিপশন। নদিয়া জেলার হাঁসখালি থানার অন্তর্গত বগুলা রুরাল হাসপাতালে চালু হল পশ্চিমবঙ্গের অন্যান্য মেডিক্যাল কলেজের মতোই ই-প্রেসক্রিপশন। সাধারণত সরকারি মেডিক্যাল কলেজ গুলোতে এই ধরণের সুবিধা দেখা যায়। গ্রামীণ এলাকায় এই ধরণের পরিষেবা সচরাচর চোখে পড়ে না।
advertisement

কী এই ই প্রেসক্রিপশন? ই-প্রেসক্রিপশন হল ডিজিটাল প্রেসক্রিপশন। যেখানে রোগের বিবরণী এবং ওষুধের বিবরণ সম্পূর্ণ প্রিন্টেড ফরম্যাটে রেজিস্ট্রেশন নাম্বার-সহ ছাপানো থাকে। এর ফলে রোগী এবং রোগীর পরিজনেরা খুব সহজে বুঝতে পারেন কী ওষুধ প্রেসক্রাইব করা হয়েছে এবং রোগীর কী ধরনের উপসর্গ বিদ্যমান।

আরও পড়ুনঃ হঠাৎই দল বেঁধে স্কুলে পুলিশ! মুহূর্তে বদলে গেল ক্লাসরুমের চিত্র, শাসাতে নয়, শেখাতে এলেন দাসপুর ওসি

advertisement

ইতিপূর্বে, হাতে লেখা প্রেসক্রিপশন নিয়ে সাধারণ মানুষের অনেক অভিযোগ এবং অনেক অসুবিধার সম্মুখীন হতে দেখা গেছে। বিশেষ করে ডাক্তারদের লেখা প্রেসক্রিপশন সচরাচার কেউ সহজে পড়তে পারেন না। যার জন্য এক ডাক্তারের প্রেসক্রিপশন অন্য ডাক্তার অথবা অন্য ওষুধের দোকানদারের কাছে দুর্ভেদ্য হয়ে ওঠে। যার ফলে রোগী ও রোগীর পরিজনের বেশ সমস্যা সম্মুখীন হতে হয়।

advertisement

আরও পড়ুনঃ সাতসকালে সন্দেশখালিতে ভয়াবহ দুর্ঘটনা! লরির তীব্র ধাক্কায় চূর্ণবিচূর্ণ গাড়ি, ঘটনাস্থলেই মৃত ২ যাত্রী, আহত একাধিক

ই-প্রেসক্রিপশন চালু হওয়ার ফলে রোগীর ভোগান্তির পরিমাণ একেবারেই থাকবে না। এবং প্রেসক্রিপশনে নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর থাকার কারণে সহজেই বোঝা যাবে ও জানা যাবে তার কী সমস্যা হয়েছিল এবং তাকে কী ওষুধ এবং টেস্ট লেখা হয়েছে এবং তার ফলাফল কী।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরের প্রথম দিনে উৎসবের রঙে শিলিগুড়ি, পর্যটকদের ভিড়ে জমজমাট বেঙ্গল সাফারি পার্ক
আরও দেখুন

নদিরা বগুলা হাসপাতাল এলাকা জনবহুল হওয়ার কারণে বর্তমানে প্রতিদিনই আউটডোর প্রায় বিকাল ৪:০০টে থেকে ৪:৩০টে পর্যন্ত চালু থাকে। নতুন হাসপাতালের আধিকারিক দায়িত্বভার গ্রহণ করার পরেই এই নিয়ম চালু করেছেন। এলাকার সাধারণ মানুষ সংবাদমাধ্যমকে জানান, তারা বিনামূল্যের টেস্ট, ওষুধ এবং চিকিৎসার সুযোগ পাচ্ছেন। নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের এহেন উদ্যোগে এলাকার সাধারণ মানুষ প্রচন্ড উৎসাহিত এবং উপকৃত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
E-prescription: নববর্ষের উপহার! শহরের পাশাপাশি গ্রামীণ হাসপাতালেও চালু ই-প্রেসক্রিপশন, সহজেই পড়া যাবে ওষুধের নাম-সহ প্রেসক্রিপশনের খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল