West Medinipur News: হঠাৎই দল বেঁধে স্কুলে পুলিশ! মুহূর্তে বদলে গেল ক্লাসরুমের চিত্র, শাসাতে নয়, শেখাতে এলেন দাসপুর ওসি

Last Updated:

West Medinipur News: দাসপুরের একটি স্কুলে হঠাৎই দলবল বেধে উপস্থিত হলেন পুলিশ। কয়েক মিনিটের মধ্যে বদলে গেল স্কুলের পরিবেশ। পুলিশের ইউনিফর্মেই দাসপুর থানার ওসি পরিনিত হলেন শিক্ষকে।

+
স্কুলে

স্কুলে ঢুকে ক্লাস নিলেন দাসপুর থানার ওসি

দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: দাসপুরের একটি স্কুলে হঠাৎই উপস্থিত হলেন দাসপুর থানার পুলিশ আধিকারিকরা। সাধারণত পুলিশের পোশাকে কাউকে দেখলেই ছোটদের মনে ভয় ঢুকে যায়। কিন্তু এদিন ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। স্কুলের গেট দিয়ে একে একে ঢুকে আসেন দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনি কুমার তিওয়ারী এবং ট্রাফিক বিভাগের সদস্যরা। শিক্ষক-শিক্ষিকা-সহ ছাত্রছাত্রীদের মধ্যে প্রথমে তৈরি হয় বিস্ময়, আজ পুলিশ কেন স্কুলে?
কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বদলে যায় পরিবেশ। কারণ পুলিশ আজ এসেছে শাসাতে নয়, শেখাতে। পুলিশের ইউনিফর্মেই তারা পরিণত হলেন ‘টিচার’-এ। শিক্ষকের ভূমিকায় এদিন ক্লাস নিলেন থানার আধিকারিকরা। বাচ্চাদের সামনে খুব সহজভাবে তুলে ধরলেন রাস্তায় চলাফেরার নিয়মকানুন।
আরও পড়ুনঃ শীত পড়তেই পশ্চিম মেদিনীপুরে বাড়ছে উদ্বেগ! জমিতে পা রাখলেই সাড়ে সর্বনাশ, হাতির আতঙ্কে দু’চোখের পাতা এক করা দায়
কীভাবে রাস্তা পারাপার করতে হয়। ট্রাফিক সিগন্যালে কোন আলো কী নির্দেশ দেয়। স্কুলে আসা-যাওয়ার পথে কোন বিষয়গুলোতে নজর রাখতে হয়। সবটাই হাতে-কলমে দেখিয়ে বোঝাতে থাকেন পুলিশ কর্মীরা।
advertisement
advertisement
বাচ্চারা মন দিয়ে শোনে, প্রশ্ন করে, আবার নিজেরাই অনুশীলন করে দেখায় কীভাবে নিরাপদে রাস্তা পার হতে হয়। পুলিশের আন্তরিকতা আর বন্ধুত্বপূর্ণ আচরণে খুদেদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে দাসপুর থানার ব্যবস্থাপনায় বিভিন্ন স্কুলে চলছে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি।
আরও পড়ুনঃ প্রেমের বিয়ের রক্তাক্ত পরিণতি! অশান্তির জেরে স্ত্রীকে কোপাল স্বামী, দত্তপুকুরে ভয়ঙ্কর কাণ্ড
প্রশাসনের এই প্রচেষ্টা শিশুদের ছোট বয়স থেকেই নিরাপত্তা সম্পর্কে সচেতন করে তুলছে। শুধু ছাত্রছাত্রী নয়, অভিভাবকরাও পুলিশের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। কারণ নিয়ম মেনে চলার শিক্ষা যদি ছোট থেকেই তৈরি হয়, ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে যায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দাসপুরের স্কুলে পুলিশের এই নতুন ভূমিকায় শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী সবাই দারুণভাবে সন্তুষ্ট। ইউনিফর্ম একই, ভূমিকা নতুন এবং সেই পরিবর্তনই আজ স্কুলপাড়ায় এনে দিল অন্যরকম শিক্ষার অভিজ্ঞতা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: হঠাৎই দল বেঁধে স্কুলে পুলিশ! মুহূর্তে বদলে গেল ক্লাসরুমের চিত্র, শাসাতে নয়, শেখাতে এলেন দাসপুর ওসি
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ছে না, সপ্তাহান্তে হবে পারদপতন, থাকবে কুয়াশার দাপটও
রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ছে না, সপ্তাহান্তে হবে পারদপতন, থাকবে কুয়াশার দাপটও
  • রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ছে না

  • সপ্তাহান্তে পারদপতন

  • থাকবে কুয়াশার দাপটও

VIEW MORE
advertisement
advertisement