North 24 Parganas News: প্রেমের বিয়ের রক্তাক্ত পরিণতি! অশান্তির জেরে স্ত্রীকে কোপাল স্বামী, দত্তপুকুরে ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

North 24 Parganas News: প্রেম করে বিয়ে করেও স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি। বচসার জেরে দত্তপুকুর এলাকায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।

বারাসাত হাসপাতাল
বারাসাত হাসপাতাল
দত্তপুকুর, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: দত্তপুকুরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। জামাই উত্তম হালদারের বিরুদ্ধে দত্তপুর থানায় অভিযোগ দায়ের করলেন শ্বশুর বাসুদেব মন্ডল।
বুধবার সাতসকালে দত্তপুকুরের জয়পুল দাসপাড়া এলাকায় স্ত্রীর উপর ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ চালানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় গুরুতর যখন অবস্থায় বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি সঙ্গীতা মন্ডল।
আরও পড়ুনঃ গভীর রাতে বারুইপুর বাইপাসে দুর্ঘটনা! লরির সজোরে ধাক্কায় ডিগবাজি খেয়ে পুকুরে ছোটা হাতি, পলাতক মদ্যপ চালক
এই ঘটনার পর দত্তপুকুর থানায় জামাই উত্তম হালদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন সঙ্গীতা হালদারের বাবা বাসুদেব মন্ডল। তিনি জানান, ভালবেসে বিয়ে করেছিলেন তার মেয়ে। কিন্তু বিয়ের পর থেকে মেয়ে-জামাইয়ে মধ্যে প্রায়ই অশান্তি হত। নিত্য অশান্তির জেরে একমাত্র নাতিকে নিয়ে তার মেয়ে বাড়ি ফিরে আসেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাহাড়ে হু-হু করে নামছে পারদ, জাঁকিয়ে ঠান্ডা! হিমেল পরশে আরও উজ্জ্বল কাঞ্চনজঙ্ঘা, এক নজরে দেখুন উত্তরবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট
এরপর অশান্তি আরও চরমে ওঠে। এদিন সাতসকালে ঝোপের মধ্যে লুকিয়ে ছিল জামাই উত্তম হালদার। মেয়ে কাজের জন্য বেরিয়েছিল। এমন সময়ে আচমকাই ঝাঁপিয়ে পড়েন উত্তম। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ চালায়। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি মেয়েকে উদ্ধার করে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান বাসুদেব বাবু। এরপর জামাই উত্তম হালদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন শ্বশুর।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: প্রেমের বিয়ের রক্তাক্ত পরিণতি! অশান্তির জেরে স্ত্রীকে কোপাল স্বামী, দত্তপুকুরে ভয়ঙ্কর কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ছে না, সপ্তাহান্তে হবে পারদপতন, থাকবে কুয়াশার দাপটও
রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ছে না, সপ্তাহান্তে হবে পারদপতন, থাকবে কুয়াশার দাপটও
  • রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ছে না

  • সপ্তাহান্তে পারদপতন

  • থাকবে কুয়াশার দাপটও

VIEW MORE
advertisement
advertisement