North 24 Parganas News: সাতসকালে সন্দেশখালিতে ভয়াবহ দুর্ঘটনা! লরির তীব্র ধাক্কায় চূর্ণবিচূর্ণ গাড়ি, ঘটনাস্থলেই মৃত ২ যাত্রী, আহত একাধিক
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News: সাতসকালে ন্যাজাট থানা এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। প্রাইভেট গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু গাড়িতে থাকা দুই যাত্রীর। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি প্রায় চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন।
ন্যাজাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২। আহত একাধিক। কলকাতা-বাসন্তী হাইওয়ের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ন্যাজাট থানার অন্তর্গত তালতলার কাছেই বুধবার সকালে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেট গাড়ি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রাইভেট গাড়িতে থাকা দুই যাত্রীর। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি প্রায় চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ হঠাৎই দল বেঁধে স্কুলে পুলিশ! মুহূর্তে বদলে গেল ক্লাসরুমের চিত্র, শাসাতে নয়, শেখাতে এলেন দাসপুর ওসি
প্রত্যক্ষদর্শীদের সাহায্যে এবং পুলিশের উপস্থিতিতে আহতদের উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সকলেই। তবে দুটি গাড়ির লাগামহীন গতিই দুর্ঘটনার কারণ বলে মনে করছেন অনেকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গভীর রাতে বারুইপুর বাইপাসে দুর্ঘটনা! লরির সজোরে ধাক্কায় ডিগবাজি খেয়ে পুকুরে ছোটা হাতি, পলাতক মদ্যপ চালক
দুর্ঘটনার জেরে ওই হাইওয়েতে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। সকালের যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়। খবর পেয়ে ন্যাজাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের দাবি, সকালের দিকে এই এলাকায় দ্রুতগতির যান চলাচল বাড়ছে, ফলে দুর্ঘটনার প্রবণতাও বাড়ছে। রাস্তার নিরাপত্তা বাড়াতে পুলিশের আরও কড়া নজরদারি প্রয়োজন বলে মত তাদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
December 10, 2025 2:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সাতসকালে সন্দেশখালিতে ভয়াবহ দুর্ঘটনা! লরির তীব্র ধাক্কায় চূর্ণবিচূর্ণ গাড়ি, ঘটনাস্থলেই মৃত ২ যাত্রী, আহত একাধিক









