Coldwave Alert: আস্তে আস্তে শীত নামছে, জেলায়-জেলায় কুয়াশার চাদর, শৈত্যপ্রবাহের অ্যালার্ট

Last Updated:
Coldwave Alert: শীতের আমেজে জমে উঠছে বাংলা, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা জারি
1/5
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : অগ্রহায়ণ মাসেই তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বঙ্গোপসাগরের উপর থেকে নিম্নচাপ সরে যাওয়ায় দেশের উত্তর-পূর্ব দিক থেকে ঠান্ডা ও শুষ্ক বাতাস ঢুকছে অবাধে। তার প্রভাবেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের ছোঁয়া এখন বেশ স্পষ্ট। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, বরং ঠান্ডা আরও জাঁকিয়ে বসবে।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : অগ্রহায়ণ মাসেই তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বঙ্গোপসাগরের উপর থেকে নিম্নচাপ সরে যাওয়ায় দেশের উত্তর-পূর্ব দিক থেকে ঠান্ডা ও শুষ্ক বাতাস ঢুকছে অবাধে। তার প্রভাবেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের ছোঁয়া এখন বেশ স্পষ্ট। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, বরং ঠান্ডা আরও জাঁকিয়ে বসবে।
advertisement
2/5
উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভোর ও সকালের দিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের একাধিক জায়গায় দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে আসছে। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা আরও বেশি। শিলিগুড়িতে দিনের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রির ঘরে, দার্জিলিং–কালিম্পংয়ে ১৮–২০ ডিগ্রি, জলপাইগুড়ি–আলিপুরদুয়ার–কোচবিহারে ২৩–২৪ ডিগ্রি। আগামী সাতদিন তাপমাত্রা একইরকম বজায় থাকবে বলে পূর্বাভাস। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভোর ও সকালের দিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের একাধিক জায়গায় দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে আসছে। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা আরও বেশি। শিলিগুড়িতে দিনের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রির ঘরে, দার্জিলিং–কালিম্পংয়ে ১৮–২০ ডিগ্রি, জলপাইগুড়ি–আলিপুরদুয়ার–কোচবিহারে ২৩–২৪ ডিগ্রি। আগামী সাতদিন তাপমাত্রা একইরকম বজায় থাকবে বলে পূর্বাভাস।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
দক্ষিণবঙ্গেও তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। কলকাতাসহ হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় রাতের তাপমাত্রা মোটের উপর অপরিবর্তিত থাকবে। গোটা দক্ষিণবঙ্গেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং সকালের দিকে হালকা শীতের আমেজ আরও অনুভূত হবে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
দক্ষিণবঙ্গেও তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। কলকাতাসহ হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় রাতের তাপমাত্রা মোটের উপর অপরিবর্তিত থাকবে। গোটা দক্ষিণবঙ্গেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং সকালের দিকে হালকা শীতের আমেজ আরও অনুভূত হবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
আবহাওয়া দপ্তরের অঞ্চলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সকালের দিকে অল্প থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। এক-দু’টি জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
আবহাওয়া দপ্তরের অঞ্চলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সকালের দিকে অল্প থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। এক-দু’টি জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
সামগ্রিকভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই আবহাওয়া স্বস্তিকর। শীতের দাপট দিনে বাড়বে, রাতে আরও অনুভূত হবে। আপাতত কোনও বৃষ্টি বা বড় ধরনের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
সামগ্রিকভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই আবহাওয়া স্বস্তিকর। শীতের দাপট দিনে বাড়বে, রাতে আরও অনুভূত হবে। আপাতত কোনও বৃষ্টি বা বড় ধরনের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement