সেই সমস্ত রেল প্রকল্পগুলির বাস্তব রূপায়নে রাজ্য সরকারের সাহায্যে প্রার্থনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দফতর ও শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী হলেও জেলার উন্নয়নের বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছেন বালুরঘাটের সাংসদ। আবারও সেই জেলার যোগাযোগ ব্যবস্থার উপরেই বিশেষ নজর দিয়ে জেলাবাসীর দাবি নিয়ে তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করলেন।
advertisement
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন রেল প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং আগামী দিনে রাজ্যের রেল মানচিত্রে কী কী নতুন কাজ করা যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বালুরঘাটের সঙ্গে দেশের অন্যান্য প্রান্তের যোগাযোগ বাড়ানোর জন্য একগুচ্ছ দাবি নিয়ে রেলমন্ত্রীর হাতে তুলে দিলেন স্মারকলিপি।
আরও পড়ুন: চিয়া সিডস খেয়ে ওজন কমে? একদমই না, কারণ ঠিক সময়ে খেতে হবে! জানুন ডাক্তারের পরামর্শ
এ বিষয়ে সুকান্ত মজুমদার জানান, “এই ৬১টি প্রকল্পের বাস্তবায়ন ততক্ষণে সম্ভব নয় যতক্ষণ না রাজ্য সরকার সাহায্য করছে। তাই উন্নয়নের স্বার্থে রাজ্য সরকারের সাহায্যে প্রার্থনা করেছেন। কারণ রাজ্যের সামগ্রিক উন্নয়নে কোন রাজনীতি হওয়া উচিত নয় বলে জানান তিনি।” বালুরঘাট থেকে গুয়াহাটি এবং বালুরঘাট থেকে বেঙ্গালুরু দুইটি দূরপাল্লার ট্রেন চালুর দাবি জানানো হয়েছে। বালুরঘাট থেকে একলাখি স্টেশন পর্যন্ত সিঙ্গেল লাইনকে ডবল লাইন করার দাবি করেন।
এছাড়াও বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল লাইন সম্প্রসারণের কাজ, গঙ্গারামপুর রেল স্টেশনকে অমৃতভারতের আওতায় আনা, দৌলতপুর হল্টের মান উন্নয়ন, দৌলতপুর ও রামপুর বাজারে দূরপাল্লা ট্রেনের স্টপেজের বিষয় উল্লেখ সহ একাধিক দাবিপত্র রেলমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন সুকান্ত মজুমদার। দ্রুত এই কাজগুলি হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।
সুস্মিতা গোস্বামী





