TRENDING:

Malda News: বছর শেষে শহরে পা রাখছে সালমান, সঙ্গে অরুণিতা! বড়দিন থেকে নববর্ষ, আটদিনের মেগা আয়োজন মালদহে

Last Updated:
Malda News: এবছর এই কার্নিভালে বিশেষ চমক দিতে কলকাতা, মুম্বই থেকে আনা হবে নামকরা গায়ক-গায়িকাদের।
advertisement
1/5
বছর শেষে শহরে পা রাখছে সালমান, সঙ্গে অরুণিতা! বড়দিন থেকে নববর্ষ, মেগা কনসার্ট
বড়দিনে বিশেষ চমক দিতে প্রস্তুতি শুরু মালদহ শহরে। প্রতি বছরের মত এবছরও বড়দিন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর থেকে ইংরাজি নববর্ষ ২০২৬ এর ১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে জাঁকজমক কার্নিভাল। যেখানে জেলাবাসীকে আনন্দ দিতে উপস্থিত থাকবেন হিন্দি থেকে বাংলা গানের বিখ্যাত গায়করা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
ইংরেজবাজার পৌরসভা ও কার্নিভাল কমিটির উদ্যোগে শহরের বিবেকানন্দ মাঠে অনুষ্ঠিত হবে আট দিন ব্যাপী এই কার্নিভাল। জেলায় যে কটি কার্নিভাল হয় তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মালদহ শহরের এই কার্নিভাল। তাই শহর জুড়ে‌ কার্নিভালের গেট, আলোকসজ্জা থেকে মঞ্চ বাঁধার কাজ চলছে জোরকদমে।
advertisement
3/5
এবছর এই কার্নিভালে বিশেষ চমক দিতে কলকাতা, মুম্বাই থেকে আনা হবে নামকরা গায়ক তারকাদের। যাদের মধ্যে রয়েছেন সালমান আলী, অরুনিতা কাঞ্জিলাল, মানসী ঘোষ, ফকিরা, নাকাশ আজিজ, সেঁজুতি দাস, আলবার্ট কাবো, জাবেদ আলি ইত্যাদি বিখ্যাত গায়ক গায়িকাদের।
advertisement
4/5
পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, ইংরেজবাজার পৌরসভা ও কার্নিভাল কমিটির উদ্যোগে প্রতিবছরই মেগা কার্নিভাল করা হয় শহরে। কার্নিভালের জন্য পৌরসভার থেকে ১৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি কার্নিভাল কমিটি বিভিন্ন জায়গা থেকে চাঁদা সংগ্রহ করে কার্নিভাল করছে।
advertisement
5/5
তিনি আরও জানান, বছরের শেষে এবং নববর্ষের শুরুতে জেলাবাসীদের আনন্দ দিতে এই কার্নিভালের আয়োজন করা হয়েছে। শুধু জেলা নয়, বাইরে থেকেও বহু মানুষ এই কার্নিভাল উপভোগ করতে মালদহ শহরে আসেন। লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই কার্নিভালে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Malda News: বছর শেষে শহরে পা রাখছে সালমান, সঙ্গে অরুণিতা! বড়দিন থেকে নববর্ষ, আটদিনের মেগা আয়োজন মালদহে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল