Kidnapping : ১২ ঘণ্টা নিখোঁজ ছিল আড়াই বছরের শিশু, বাড়ির কাছেই যেভাবে পাওয়া গেল...! মর্মান্তিক ঘটনা এবার উত্তরবঙ্গে
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Maldah : মৃত শিশুটির কাকা মাসিদুর রহমানের অভিযোগ, "কিছুদিন আগে ভাই আব্দুল জব্বারের সঙ্গে প্রতিবেশী এক ব্যক্তি নবীর ঝামেলা হয়। তখন প্রতিবেশী ওই ব্যক্তি ভাই আব্দুল জব্বারকে দেখে নেওয়ার হুমকি দেয়।"
মালদহ, জিএম মোমিন : নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর বাড়ির কাছে পুকুর থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পুরনো বিবাদের জেরে অপহরণ করে খুনের অভিযোগ পরিবারের।
বুধবার সকালে এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ উপর পাড়া গ্রামে। জানা গিয়েছে, মৃত শিশুর নাম তাহসিন আখতার (২)। বাবা আব্দুল জব্বার পেশায় একজন ব্যবসায়ী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পরে বাড়ি সামনে থেকে নিখোঁজ হয় তাহসিন আক্তার। এর পর সারারাত খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা।
advertisement
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরে না মেলায় খবর দেওয়া হয় মোথাবাড়ি থানায়। ঘটনায় খবর পেয়ে ছুটে আসে মোথাবাড়ি থানার পুলিশ। পুলিশ এবং গ্রামবাসীরা মিলে সারা রাত তল্লাশি চালিয়েও কোন সন্ধান মেলেনা শিশুটির। বুধবার সকালে বাড়ির কাছে একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায় শিশুর দেহ।
advertisement
মৃত শিশুটির কাকা মাসিদুর রহমানের অভিযোগ, “কিছুদিন আগে ভাই আব্দুল জব্বারের সঙ্গে প্রতিবেশী এক ব্যক্তি নবীর ঝামেলা হয়। তখন প্রতিবেশী ওই ব্যক্তি ভাই আব্দুল জব্বারকে দেখে নেওয়ার হুমকি দেয়। তাঁদের অনুমান এই আক্রোশের প্রতিবেশী ওই ব্যক্তি তাঁদের শিশুটিকে করে থাকতে পারে।”
advertisement
আরও পড়ুন- ৪০ বছরের সাধনার ফল! অভিনব বনসাই আখড়া ঘুরে গিয়েছেন সমরেশ মজুমদারও
এই ঘটনায় শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী ওই ব্যক্তিকে আটক করেছে মোথাবাড়ি থানার পুলিশ। ঘটনায় মৃত শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 17, 2025 7:02 PM IST








