TRENDING:

Siliguri News: চলবে রক্ষণাবেক্ষণের কাজ, একাধিক ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ! কবে, কোথায়, তালিকা দিয়ে জানিয়ে দিল শিলিগুড়ি পৌর নিগম

Last Updated:
Siliguri News: শহরবাসীর জন্য ফের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করল শিলিগুড়ি পৌরনিগম। বিদ্যুৎ দফতরের শীতকালীন মেরামতি ও রক্ষণাবেক্ষণ কাজের জেরে শিলিগুড়ি পৌর এলাকার একাধিক ওয়ার্ডে সাময়িকভাবে পানীয় জল সরবরাহ ব্যাহত হতে চলেছে বলে জানানো হয়েছে।
advertisement
1/5
চলবে রক্ষণাবেক্ষণের কাজ, একাধিক ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ! দেখে নিন কবে, কোথায়
শহরবাসীর জন্য ফের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করল শিলিগুড়ি পৌরনিগম। বিদ্যুৎ দফতরের শীতকালীন মেরামতি ও রক্ষণাবেক্ষণ কাজের জেরে শিলিগুড়ি পৌর এলাকার একাধিক ওয়ার্ডে সাময়িকভাবে পানীয় জল সরবরাহ ব্যাহত হতে চলেছে বলে জানানো হয়েছে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
পৌরনিগমের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু দিনে ওভারহেড ট্যাঙ্কে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় জল উত্তোলন ও সরবরাহ প্রক্রিয়ায় সমস্যা দেখা দেবে। তার ফলেই নির্ধারিত সময়ে বিভিন্ন ওয়ার্ডে পানীয় জল পরিষেবা স্বাভাবিক থাকবে না।
advertisement
3/5
বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়ার্ড নম্বর ১ থেকে ৪৭-এর অন্তর্গত সমস্ত এলাকায় আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ এবং ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে জল সরবরাহ ব্যাহত হবে। ওই দিনগুলিতে সংশ্লিষ্ট এলাকায় জল পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
advertisement
4/5
এছাড়াও, ওয়ার্ড নম্বর ৩১ থেকে ৩৫ এলাকায় ৮ জানুয়ারি ২০২৬ এবং ওয়ার্ড নম্বর ৩৬ থেকে ৪৪ এলাকায় ২১ ডিসেম্বর ২০২৫ ও ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে পানীয় জল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে।
advertisement
5/5
এই অনিচ্ছাকৃত অসুবিধার জন্য শিলিগুড়ি পৌরনিগম কর্তৃপক্ষ নাগরিকদের কাছে আগাম দুঃখপ্রকাশ করেছে। একই সঙ্গে নির্ধারিত তারিখের আগে প্রয়োজনীয় জল মজুত রাখার অনুরোধ জানিয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Siliguri News: চলবে রক্ষণাবেক্ষণের কাজ, একাধিক ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ! কবে, কোথায়, তালিকা দিয়ে জানিয়ে দিল শিলিগুড়ি পৌর নিগম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল