Siliguri News: সামনে ফুড ডেলিভারি, কিন্তু আড়ালে চলছিল ভয়ঙ্কর এক 'খেলা'! শিলিগুড়িতে এ কী ঘটছিল, হাতেনাতে ধরল পুলিশ
- Reported by:Ricktik Bhattacharjee
- local18
- Published by:Suman Biswas
Last Updated:
Siliguri News: পূর্বপরিকল্পনা অনুযায়ী রাজ্য সড়কে নাকা চেকিং চলাকালীন এক সন্দেহজনক ফুড ডেলিভারি বয়কে আটক করা হয়।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : ফুড ডেলিভারির আড়ালে মাদক পাচারের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল খড়িবাড়িতে। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের ঘোষপুকুর–খড়িবাড়ি রাজ্য সড়কের ডুমরিয়া এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। পূর্বপরিকল্পনা অনুযায়ী রাজ্য সড়কে নাকা চেকিং চলাকালীন এক সন্দেহজনক ফুড ডেলিভারি বয়কে আটক করা হয়।
পুলিশ তল্লাশি চালাতেই ওই ডেলিভারি বয়ের সঙ্গে থাকা ফুড ডেলিভারির বাক্স থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হয়েছে প্রায় ১ কেজি ১৮ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থল থেকেই ওই ডেলিভারি বয়কে গ্রেফতার করা হয়।
ধৃতের নাম সুজিত হাজদা। সে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছে তদন্তকারীরা। ফুড ডেলিভারির নামে কীভাবে এই বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছিল, এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। এই মাদক চক্রের শিকড় কতটা গভীরে বিস্তৃত এবং এর সঙ্গে স্থানীয় বা বাইরের কোনও চক্র জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে। খড়িবাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযানে পুলিশের এই সাফল্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 17, 2025 6:44 PM IST








