আরও পড়ুন: প্রথমে দাদা বৌদির বিরিয়ানি, কিন্তু আসল লক্ষ্য ছিল…ব্যারাকপুরে কী করতে গিয়েছিলেন পাক চর?
তোতাপাড়া বন বস্তির জলকষ্ট মেটাতে প্রায় এক বছর আগে জনস্বাস্থ্য কারিগরি দফতর তরফে এলাকায় বসানো হয় পানীয় জলের পাইপ। তবে এখনো পর্যন্ত বাসিন্দাদের পরিশ্রুত পানীয় জলের পরিষেবা মিলছে না। পানীয় জলের পরিষেবা চালু না হওয়ায় বাধ্য হয়ে অপরিসৃত ভাঙা কুয়োর জল এবং দূরের সোলারের জল ভরসা তাদের। বাসিন্দাদের অভিযোগ বেশ কয়েকবার বিভিন্ন দফতরে সমস্যার কথা তুলে ধরলেও এখনও পানীয় জলের সমস্যার সমাধানের জন্য ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এখনো পর্যন্ত বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা চালু করা হয়নি।
advertisement
আরও পড়ুন: খিদের জ্বালা বড় জ্বালা! রাস্তায় লরি আটকে তোলাবাজি চালাল ‘রামলাল’
তাদের দাবি অবিলম্বে পানীয় জল পরিষেবা চালু হোক।যদিও এবিষয়ে বানারহাটের বিডিও নিরঞ্জন বর্মন জানিয়েছেন, জনস্বাস্থ্য কারিগরি দফতর সঙ্গে আমরা প্রায় প্রতি মাসেই মিটিং করি, সমস্ত সমস্যা নিয়ে আলোচনা হয়। এদের এর আগেও বলা হয়েছিল সমস্যার বিষয়টি দেখা হচ্ছে।





