Jhargram News: ঝাড়গ্রামে রামলালের দাদাগিরি ! রাস্তা অবরোধ করে নাজেহাল দশা পথচারীদের 

Last Updated:

প্রায় ঘন্টা খানেক ঝাড়গ্রামের গড় শালবনিতে রাস্তার উপর দাঁড়িয়ে হইচই ফেলে দিল জঙ্গলমহলের দাঁতাল হাতি রামলাল।

+
রামলালের

রামলালের রাস্তা অবরোধের ছবি

তন্ময় নন্দী, ঝাড়গ্রাম: এ যেন দিনে দুপুরে দাদাগিরি! ‘সানডে আউটিং’-এ রাস্তা অবরোধ করল রামলাল।  সাত সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে রাজ্য সড়ক অবরোধ করল সে। না কোনও ব্যক্তি নয়, প্রায় ঘন্টা খানেক গড় শালবনির ৯ নং রাজ্য সড়কের রাস্তার উপর দাঁড়িয়ে থাকল জঙ্গলমহলের দাঁতাল হাতি রামলাল।তার জনপ্রিয়তা নেহাত কম নয়। রবিবার ভোরের আলো ফুটতেই ঝাড়গ্রাম শহর থেকে কিছুটা দূরে জিতুশোলে খাবারের সন্ধান চালায় রামলাল।
এদিকে তার শহরে আসার খবর শুনেই বহু মানুষ ভিড় জমায়। সকাল ৭:৩০টা থেকে ৯ টা পর্যন্ত প্রায় ‘ঘণ্টা খানেক ধরে সড়ক অবরোধ করে দাঁড়িয়ে থাকে। এরপর বনদফতরের চেষ্টায় তাকে জঙ্গলে পাঠানো হয়। যদিও শহরে এসে রামলাল আগাগোড়াই ছিল সংযত। কোনও ক্ষয়ক্ষতি সে করেনি।
advertisement
advertisement
কখনও গৃহস্থের বাড়ির উঠোন, আবার কখনও পানীয় জলের কলের সামনে শুঁড়ে জল খাওয়া বা জাতীয় সড়কের উপর ট্রাক থামিয়ে চাল খাওয়ার দৃশ্য— জঙ্গলমহল এলাকায় রামলাল অতি পরিচিত। রবিবার খাবারের খোঁজে রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ায় শোরগোল পড়ে যায় জিতুশোল ও গড় শালবনিতে।
আর রামলালের সেই কীর্তি এখন ভাইরাল জঙ্গলমহলের বাসিন্দাদের কাছে। স্থানীয়দের অনুমান এ বছর আমের ফলন ভাল হয়েছে তার গন্ধেই এলাকায় আসছে গজপতি রামলাল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ঝাড়গ্রামে রামলালের দাদাগিরি ! রাস্তা অবরোধ করে নাজেহাল দশা পথচারীদের 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement