India-Pakistan Tension: 'মোদির কন্ঠস্বর নকল করে...' ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছেন বর্ধমানের রেলকর্মী! তারপর যা ঘটল, চমকে যাবেন শুনে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
India-Pakistan Tension: দেশ বিরোধী পোস্টের জন্য ফের গ্রেফতার পূর্ব বর্ধমানে। এবার গ্রেফতার একজন রেল কর্মী । ধৃতের নাম ইমারুল শেখ ওরফে স্বপন শেখ(৫০)।
বর্ধমান: দেশ বিরোধী পোস্টের জন্য ফের গ্রেফতার পূর্ব বর্ধমানে। এবার গ্রেফতার একজন রেল কর্মী । ধৃতের নাম ইমারুল শেখ ওরফে স্বপন শেখ(৫০)। বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রামের পিচকুড়ি গ্রামে। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত প্রত্যাঘাত হানে পাকিস্তানের উপর। অপারেশন ‘সিঁদুর’-এর ধাক্কায় জেরবার হয় প্রতিবেশী পাকিস্তান। যদিও পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে আলাপ আলোচনার পর যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে ।
জানা গিয়েছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কন্ঠস্বর নকল করে একটি ফেক ভিডিও পোস্ট করে লেখা হয়, ‘ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণের সময় প্রকাশ্যে পাকিস্তানের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন।’ হাসির রিয়াক্ট দিয়ে ওই ফেসবুক পোস্টে পাকিস্তান এবং বাংলাদেশের জাতীয় পতাকার ছবি। মিথ্যা তথ্য পরিবেশন করে ফেসবুকে নিজের প্রোফাইলে এই ধরনের দেশবিরোধী পোষ্ট করেন খোদ ভারতীয় রেলের কর্মী ইমারুল শেখ ওরফে স্বপন শেখ।
advertisement
advertisement
যদিও তিনি ফেসবুকে ওই পোষ্ট করার পর তাঁর কয়েকজন শুভাকাঙ্ক্ষী ফোন করে পোষ্ট ডিলিট করে দেওয়ার জন্য পরামর্শ দেন। তাদের কথামত তিনি মুছেও দেন। কিন্তু ততক্ষণে তার স্কিনশর্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
advertisement
সামাজিক মাধ্যমে এই পোস্ট দেখার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । বিকেলে গুসকরা ফাঁড়ির পুলিশ স্বপন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপরই তড়িঘড়ি তাকে রাতে গ্রেফতার করা হয়। আজ তাকে বর্ধমান আদালতে তোলা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2025 3:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India-Pakistan Tension: 'মোদির কন্ঠস্বর নকল করে...' ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছেন বর্ধমানের রেলকর্মী! তারপর যা ঘটল, চমকে যাবেন শুনে