Pak Spy Kolkata Connection: প্রথমে দাদা বৌদির বিরিয়ানি, কিন্তু আসল লক্ষ্য ছিল...ব্যারাকপুরে কী করতে গিয়েছিলেন পাক গুপ্তচর জ্যোতি! প্রকাশ্যে ভয়াবহ তথ্য

Last Updated:
Pak Spy Kolkata Connection: চলতি বছরের শুরুর দিকেই কলকাতায় এসেছিলেন পাকিস্তানের হয়ে গুপ্তচরের কাজ করার অভিযোগ ওঠে জ্যোতি মলহোত্রার বিরুদ্ধে। তার সঙ্গে আরও এক ব্যক্তির নামও উঠে এসেছে।
1/8
*পাকিস্তানের হাতেও পৌঁছে গিয়েছে ব্যারাকপুর-সহ শিয়ালদহ, কলকাতা দমদম বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য? (রিপোর্টার: রুদ্র নারায়ন রায়)
*পাকিস্তানের হাতেও পৌঁছে গিয়েছে ব্যারাকপুর-সহ শিয়ালদহ, কলকাতা দমদম বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য? (রিপোর্টার: রুদ্র নারায়ন রায়)
advertisement
2/8
*পেহেলগাঁও হামলার আগেই, ভারতের নানা গোপন স্থানের তথ্য জঙ্গিদের কাছে পৌঁছে গিয়েছিল। পশ্চিমবঙ্গের ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার সুপরিচিত দাদা বৌদির বিরিয়ানির দোকান-সহ ব্যস্ততম কলকাতা নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের। চাঞ্চল্যকর এমন তথ্যই উঠে এসেছে পাকিস্তানের হয়ে গুপ্তচরের কাজ করা ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রার ভিডিও থেকে।
*পেহেলগাঁও হামলার আগেই, ভারতের নানা গোপন স্থানের তথ্য জঙ্গিদের কাছে পৌঁছে গিয়েছিল। পশ্চিমবঙ্গের ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার সুপরিচিত দাদা বৌদির বিরিয়ানির দোকান-সহ ব্যস্ততম কলকাতা নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের। চাঞ্চল্যকর এমন তথ্যই উঠে এসেছে পাকিস্তানের হয়ে গুপ্তচরের কাজ করা ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রার ভিডিও থেকে।
advertisement
3/8
*ট্রাভেল ভ্লগিংয়ের আড়ালে ভারতের সেনা-সহ নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয়ে পাকিস্তানের গুপ্তচরদের কাছে তুলে ধরার অভিযোগ জ্যোতির বিরুদ্ধে। তার ভিডিও বিশ্লেষণ করেই চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের। ওই মহিলা ব্লগারের রেকর্ড করা তথ্যের তালিকায় দেশের নানা রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেরও তথ্য রয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।
*ট্রাভেল ভ্লগিংয়ের আড়ালে ভারতের সেনা-সহ নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয়ে পাকিস্তানের গুপ্তচরদের কাছে তুলে ধরার অভিযোগ জ্যোতির বিরুদ্ধে। তার ভিডিও বিশ্লেষণ করেই চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের। ওই মহিলা ব্লগারের রেকর্ড করা তথ্যের তালিকায় দেশের নানা রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেরও তথ্য রয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।
advertisement
4/8
*চলতি বছরের শুরুর দিকেই কলকাতায় এসেছিলেন পাকিস্তানের হয়ে গুপ্তচরের কাজ করার অভিযোগ ওঠে জ্যোতি মলহোত্রার বিরুদ্ধে। তার সঙ্গে আরও এক ব্যক্তির নামও উঠে এসেছে। ভিডিওতে দেখা গিয়েছে, শিয়ালদহ স্টেশন থেকে শুরু করে, সেনা ক্যান্টনমেন্ট এলাকা বলে পরিচিত ব্যারাকপুরেও আসেন তিনি। ব্যারাকপুরের দাদা-বৌদির বিরিয়ানির দোকানে ঢুকে বিরিয়ানি খাওয়ার ব্লগ তৈরি করেন জ্যোতি।
*চলতি বছরের শুরুর দিকেই কলকাতায় এসেছিলেন পাকিস্তানের হয়ে গুপ্তচরের কাজ করার অভিযোগ ওঠে জ্যোতি মলহোত্রার বিরুদ্ধে। তার সঙ্গে আরও এক ব্যক্তির নামও উঠে এসেছে। ভিডিওতে দেখা গিয়েছে, শিয়ালদহ স্টেশন থেকে শুরু করে, সেনা ক্যান্টনমেন্ট এলাকা বলে পরিচিত ব্যারাকপুরেও আসেন তিনি। ব্যারাকপুরের দাদা-বৌদির বিরিয়ানির দোকানে ঢুকে বিরিয়ানি খাওয়ার ব্লগ তৈরি করেন জ্যোতি।
advertisement
5/8
*তবে তারপর, সেখান থেকে ব্যারাকপুরের অন্যান্য কোনও জায়গায় গিয়ে ভিডিও রেকর্ড করেছিল কিনা তা নিয়েই তদন্ত চলছে। তবে বিষয়টি নিয়ে কিছুটা হলেও আতঙ্কিত ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানির কর্ণধার সঞ্জীব সাহা। তিনি জানান, সারাদিনই নানা প্রান্ত থেকে বহু ইউটিউবার আসেন দোকানে। তবে এই মহিলা কবে এসেছেন সে বিষয়ে জানা নেই। দোকানেরই একজন স্টাফের মুখ থেকে প্রথম শোনেন সেই খবর।'
*তবে তারপর, সেখান থেকে ব্যারাকপুরের অন্যান্য কোনও জায়গায় গিয়ে ভিডিও রেকর্ড করেছিল কিনা তা নিয়েই তদন্ত চলছে। তবে বিষয়টি নিয়ে কিছুটা হলেও আতঙ্কিত ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানির কর্ণধার সঞ্জীব সাহা। তিনি জানান, সারাদিনই নানা প্রান্ত থেকে বহু ইউটিউবার আসেন দোকানে। তবে এই মহিলা কবে এসেছেন সে বিষয়ে জানা নেই। দোকানেরই একজন স্টাফের মুখ থেকে প্রথম শোনেন সেই খবর।'
advertisement
6/8
*তবে ইতিমধ্যেই দোকানের নিরাপত্তা বাড়াতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি সকলকেই সজাগ থাকার পরামর্শ দিয়েছেন। তবে শুধু কি বিরিয়ানির দোকান নাকি ক্যান্টনমেন্ট এলাকা হওয়ায় সেনাদের গতিবিধির তথ্য সংগ্রহ করেছেন ওই মহিলা ব্লগার তা নিয়েও চিন্তিত সঞ্জীব দাস। তবে দাদা বৌদির বিরিয়ানির সঙ্গে দেশদ্রোহীর নাম জড়ানোয়ে কিছুটা হলেও যেন খারাপ লাগছে বলেও জানান দোকানের কর্ণধার।
*তবে ইতিমধ্যেই দোকানের নিরাপত্তা বাড়াতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি সকলকেই সজাগ থাকার পরামর্শ দিয়েছেন। তবে শুধু কি বিরিয়ানির দোকান নাকি ক্যান্টনমেন্ট এলাকা হওয়ায় সেনাদের গতিবিধির তথ্য সংগ্রহ করেছেন ওই মহিলা ব্লগার তা নিয়েও চিন্তিত সঞ্জীব দাস। তবে দাদা বৌদির বিরিয়ানির সঙ্গে দেশদ্রোহীর নাম জড়ানোয়ে কিছুটা হলেও যেন খারাপ লাগছে বলেও জানান দোকানের কর্ণধার।
advertisement
7/8
*দেশের মানুষ বিরিয়ানি খাক তাতে কোনও অসুবিধা নেই, তবে দেশের তথ্য বাইরে যাক তা কিছুতেই চান না দাদা বৌদির বিরিয়ানির দোকানের মালিক সঞ্জীব দাস। তবে এখন থেকে বিদেশি যে কোনও ইউটিউব ভ্লগারদের দোকানে প্রবেশাধিকারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
*দেশের মানুষ বিরিয়ানি খাক তাতে কোনও অসুবিধা নেই, তবে দেশের তথ্য বাইরে যাক তা কিছুতেই চান না দাদা বৌদির বিরিয়ানির দোকানের মালিক সঞ্জীব দাস। তবে এখন থেকে বিদেশি যে কোনও ইউটিউব ভ্লগারদের দোকানে প্রবেশাধিকারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
advertisement
8/8
*ব্যারাকপুরের পাশাপাশি জ্যোতি মালহোত্রার ব্লগে উঠে আসে ব্যস্ততম কলকাতা বিমানবন্দরের ভিডিও। সেখানেও ভিডিও রেকর্ড করতে দেখা যায় তাকে। এখন দেশের পাশাপাশি রাজ্যের আরও কি কি তথ্য পাকিস্তানে পাচার করেছেন ওই মহিলা ব্লগার তা নিশ্চিত হতেই তদন্ত চালাচ্ছে গোয়েন্দারা। তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বলেই জানানো হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে।
*ব্যারাকপুরের পাশাপাশি জ্যোতি মালহোত্রার ব্লগে উঠে আসে ব্যস্ততম কলকাতা বিমানবন্দরের ভিডিও। সেখানেও ভিডিও রেকর্ড করতে দেখা যায় তাকে। এখন দেশের পাশাপাশি রাজ্যের আরও কি কি তথ্য পাকিস্তানে পাচার করেছেন ওই মহিলা ব্লগার তা নিশ্চিত হতেই তদন্ত চালাচ্ছে গোয়েন্দারা। তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বলেই জানানো হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে।
advertisement
advertisement
advertisement