জলপাইগুড়ির গরুমারায় গন্ডার শুমারি শুরু, সংখ্যা বাড়ার আশায় রয়েছে বন দফতর। গরুমারা ও চাপড়ামারী জঙ্গলে শুরু হচ্ছে গন্ডার শুমারি। আগামী ৫ ও ৬ মার্চ এই শুমারি চলবে, যেখানে বনকর্মীরা ট্র্যাপ ক্যামেরা ও কুনকি হাতির সাহায্যে গন্ডার গণনা করবেন। শুমারির সময় পর্যটকদের জন্য জঙ্গল বন্ধ রাখা হবে। শেষবার ২০২২ সালে হওয়া শুমারিতে গরুমারায় ৫৫টি গন্ডার ছিল। এবার সেই সংখ্যা বাড়তে পারে বলে আশা করছে বন দফতর। বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩০টির বেশি টিম এই শুমারির কাজ করবেন। এবার গন্ডারের সংখ্যা আগের থেকে বেশি হবে বলেই আশাবাদী বন বিভাগ।
advertisement
আরও পড়ুন: ১০ বছর পর খুশির হাওয়া চা শিল্পে, জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র ফের খুলছে এই দিন
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই শুমারি সফল করতে দক্ষিণ ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে দু’দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। প্রথম দিন বনকর্মী ও বনসুরক্ষা কমিটির সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়, আর দ্বিতীয় দিনে প্রশিক্ষণ পাবেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। গরুমারা ও চাপড়ামারীর এই শুমারির দিকে নজর রয়েছে বন দফতর ও পরিবেশপ্রেমীদের। গন্ডারের সংখ্যা বৃদ্ধির আশা যেমন উদ্দীপনা জাগিয়েছে, তেমনই সঠিক তথ্য তুলে আনার জন্য বনকর্মীদের পরিশ্রম ও আধুনিক প্রযুক্তির সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
সুরজিৎ দে





