ইতিহাসবিদ এম আতাউল্লাহ জানান, “মালদহ শহর তথা ইংরেজবাজারে একসময় শাসন ছিল ব্রিটিশদের। তারা নীলচাষকে কেন্দ্র করে উপনিবেশ গড়েছিলেন এখানে। তাদেরই মধ্যে বহু ব্রিটিশ বসবাস করতেন এখানে। তাই তাঁদের কোনও রকমভাবে মৃত্যু হলে এখানেই সমাধি দেওয়া হত। এঁদের মধ্যে অনেকেই ছিলেন বিভিন্ন অফিসার যারা নীলকুঠির দায়িত্ব পালন করতেন। বিশেষ ব্যক্তিত্ব থাকাই তাঁদের বিশেষভাবে সমাধি দেওয়া হত। আজও তাঁদের পরিচয়লিপি-সহ সমাধিস্থল রয়েছে শহরের বুকে।”
advertisement
ব্রিটিশ রাজত্ব থেকে স্বাধীনতা লাভের পরও আজও বাংলার একাধিক প্রান্তে ব্রিটিশদের গড়া বহু স্থাপত্য নির্মাণ ও নিদর্শন থেকে গেছে। ভারতের স্বাধীনতা লাভের পর ৭৯ বছর কেটে গেলেও ব্রিটিশ শাসনকালে গড়ে ওঠা বহু স্থাপত্য নির্মাণ ও নিদর্শন মনে করিয়ে দেয় ব্রিটিশদের স্মৃতি। যাদের মধ্যে অন্যতম হচ্ছে মালদহের এই সমাধিস্থল।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2025 8:49 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Colonial History: থেমে গিয়েছে অত্যাচারীর চাবুক, ২০০ বছরেরও বেশি সময় ধরে মালদহ মেডিক্যাল কলেজ চত্বরে ঘুমিয়ে আছেন ৪ নীলকর সাহেব