Sikkim Wonder Kid: মায়ের মুখে হাসি আনতে পথে দুধ বিলি খুদের! সিকিমের ‘লিটল মিল্কম্যান’-এর মানবিক গল্প

Last Updated:
Sikkim News: তিন বছরের মাথায় এমন দায়িত্ববোধ মানুষকে অবাক করাটাই স্বাভাবিক। সুয়াওমকে ভাইরাল করে তোলেন স্থানীয় এক স্কুলশিক্ষিকা, নিমকিপু ম্যাম।
1/5
সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন সিকিমের ‘লিটল মিল্কম্যান’ ! সিকিমের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রাম থেকে উঠে আসা তিন বছরের সুয়াওম লেপচা এখন দেশ-বিদেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছে। স্কুলে যাওয়ার আগেই বাড়ি বাড়ি দুধ বিলি করা তার নিত্যদিনের রুটিন। ছোট্ট হাতে বোতলভরা ব্যাগ সামলানো কঠিন তবুও ভোর হতেই পাহাড়ি পিচ্ছিল পথ, ঢালু রাস্তা পেরিয়ে দুধ পৌঁছে দেয় সে। জীবনের কঠিন বাস্তবতাকেও যেন হার মানায় এই খুদের দৃঢ়তা।
সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন সিকিমের ‘লিটল মিল্কম্যান’ ! সিকিমের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রাম থেকে উঠে আসা তিন বছরের সুয়াওম লেপচা এখন দেশ-বিদেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছে। স্কুলে যাওয়ার আগেই বাড়ি বাড়ি দুধ বিলি করা তার নিত্যদিনের রুটিন। ছোট্ট হাতে বোতলভরা ব্যাগ সামলানো কঠিন তবুও ভোর হতেই পাহাড়ি পিচ্ছিল পথ, ঢালু রাস্তা পেরিয়ে দুধ পৌঁছে দেয় সে। জীবনের কঠিন বাস্তবতাকেও যেন হার মানায় এই খুদের দৃঢ়তা।
advertisement
2/5
মা সারাদিন শ্রমে-পরিশ্রমে ব্যস্ত। বাবা বেশিরভাগ সময় কর্মসূত্রে বাড়ির বাইরে। সংসারের চাপ একটু হলেও কমাতে চায় সুয়াওম। তার একটাই ইচ্ছে মা যেন একটু বিশ্রাম পায়। তাই বই-খাতার আগেই হাতে তুলে নিয়েছে দুধের ব্যাগ।
মা সারাদিন শ্রমে-পরিশ্রমে ব্যস্ত। বাবা বেশিরভাগ সময় কর্মসূত্রে বাড়ির বাইরে। সংসারের চাপ একটু হলেও কমাতে চায় সুয়াওম। তার একটাই ইচ্ছে মা যেন একটু বিশ্রাম পায়। তাই বই-খাতার আগেই হাতে তুলে নিয়েছে দুধের ব্যাগ।
advertisement
3/5
তিন বছরের মাথায় এমন দায়িত্ববোধ মানুষকে অবাক করাটাই স্বাভাবিক। সুয়াওমকে ভাইরাল করে তোলেন স্থানীয় এক স্কুলশিক্ষিকা, নিমকিপু ম্যাম। একদিন রাস্তা দিয়ে যেতে যেতে দেখেন খুদে ছেলেটি দৌড়ে দৌড়ে দুধ বিলি করছে। মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই শুরু নতুন অধ্যায়।
তিন বছরের মাথায় এমন দায়িত্ববোধ মানুষকে অবাক করাটাই স্বাভাবিক। সুয়াওমকে ভাইরাল করে তোলেন স্থানীয় এক স্কুলশিক্ষিকা, নিমকিপু ম্যাম। একদিন রাস্তা দিয়ে যেতে যেতে দেখেন খুদে ছেলেটি দৌড়ে দৌড়ে দুধ বিলি করছে। মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই শুরু নতুন অধ্যায়।
advertisement
4/5
ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে, আর সেই সঙ্গে উঠতে থাকে মানুষের ভালোবাসার ঢেউ। দেশের নানা প্রান্ত থেকে তার কাছে আসতে শুরু করেছে স্কুল ব্যাগ, জামাকাপড়, খেলনা এবং পড়াশোনার সহায়তা।
ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে, আর সেই সঙ্গে উঠতে থাকে মানুষের ভালোবাসার ঢেউ। দেশের নানা প্রান্ত থেকে তার কাছে আসতে শুরু করেছে স্কুল ব্যাগ, জামাকাপড়, খেলনা এবং পড়াশোনার সহায়তা।
advertisement
5/5
সুয়াওম যদিও সোশ্যাল মিডিয়া বোঝে না, তবে বোঝে মানুষ তাকে ভালোবাসে। তার কথায় আগে কখনও খেলনা দেখিনি… এখন সবাই পাঠায়, খেলতে ভালো লাগে। মা এইসব দেখে কাঁদে।” চকচকে শহুরে জীবনের বাইরে পাহাড়ের কোলে বড় হওয়া এই লিটল মিল্কম্যান দেখিয়ে দিয়েছে পরিশ্রম ও আত্মনির্ভরতার বাস্তব রূপ। তিন বছরের ছোট্ট শরীর আর বড় হৃদয় সেখানেই লুকিয়ে আছে পাহাড়ি জীবনের সবচেয়ে সুন্দর গল্প!
সুয়াওম যদিও সোশ্যাল মিডিয়া বোঝে না, তবে বোঝে মানুষ তাকে ভালোবাসে। তার কথায় আগে কখনও খেলনা দেখিনি… এখন সবাই পাঠায়, খেলতে ভালো লাগে। মা এইসব দেখে কাঁদে।” চকচকে শহুরে জীবনের বাইরে পাহাড়ের কোলে বড় হওয়া এই লিটল মিল্কম্যান দেখিয়ে দিয়েছে পরিশ্রম ও আত্মনির্ভরতার বাস্তব রূপ। তিন বছরের ছোট্ট শরীর আর বড় হৃদয় সেখানেই লুকিয়ে আছে পাহাড়ি জীবনের সবচেয়ে সুন্দর গল্প!
advertisement
advertisement
advertisement