Sikkim Wonder Kid: মায়ের মুখে হাসি আনতে পথে দুধ বিলি খুদের! সিকিমের ‘লিটল মিল্কম্যান’-এর মানবিক গল্প
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
Sikkim News: তিন বছরের মাথায় এমন দায়িত্ববোধ মানুষকে অবাক করাটাই স্বাভাবিক। সুয়াওমকে ভাইরাল করে তোলেন স্থানীয় এক স্কুলশিক্ষিকা, নিমকিপু ম্যাম।
সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন সিকিমের ‘লিটল মিল্কম্যান’ ! সিকিমের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রাম থেকে উঠে আসা তিন বছরের সুয়াওম লেপচা এখন দেশ-বিদেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছে। স্কুলে যাওয়ার আগেই বাড়ি বাড়ি দুধ বিলি করা তার নিত্যদিনের রুটিন। ছোট্ট হাতে বোতলভরা ব্যাগ সামলানো কঠিন তবুও ভোর হতেই পাহাড়ি পিচ্ছিল পথ, ঢালু রাস্তা পেরিয়ে দুধ পৌঁছে দেয় সে। জীবনের কঠিন বাস্তবতাকেও যেন হার মানায় এই খুদের দৃঢ়তা।
advertisement
advertisement
advertisement
advertisement
সুয়াওম যদিও সোশ্যাল মিডিয়া বোঝে না, তবে বোঝে মানুষ তাকে ভালোবাসে। তার কথায় আগে কখনও খেলনা দেখিনি… এখন সবাই পাঠায়, খেলতে ভালো লাগে। মা এইসব দেখে কাঁদে।” চকচকে শহুরে জীবনের বাইরে পাহাড়ের কোলে বড় হওয়া এই লিটল মিল্কম্যান দেখিয়ে দিয়েছে পরিশ্রম ও আত্মনির্ভরতার বাস্তব রূপ। তিন বছরের ছোট্ট শরীর আর বড় হৃদয় সেখানেই লুকিয়ে আছে পাহাড়ি জীবনের সবচেয়ে সুন্দর গল্প!









