এদিন ফাইলেরিয়া রোগে আক্রান্ত মাটিয়ালি ব্লকের ৪০ জন রোগীকে সাবান, তোয়ালে, ওষুধপত্র সহ বেশ কিছু সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি কীভাবে পা ফুলে যাওয়ার স্থান পরিষ্কার করতে হবে সেটিও হাতেকলমে দেখানো হয়। পা ফুলে যাওয়ার স্থান থেকে যাতে কোনও ভাবে সংক্রমণ না ছড়ায় সেই জন্য যাবতীয় প্রক্রিয়া বোঝানো হয় তাঁদের। রোগীদের নিয়মিত ওষুধ খাওয়ানোর কথাও এদিন বলা হয়েছে।
advertisement
মাটিয়ালি ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিন্দম মাইতি বলেন, ফাইলেরিয়া রোগ নির্মূল করতে মাটিয়ালি ব্লকের বিভিন্ন এলাকায় নিয়মিত সান্ধ্যকালীন রক্ত পরীক্ষা করা হচ্ছে। সম্প্রতি বাতাবারি চা বাগান ও চিলোনি চা বাগানে ওই শিবির হয়। ৪ জনের ফাইলেরিয়া পজেটিভ ধরা পড়েছে। স্বাস্থ্যকর্মীরা তাঁদের নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি ওষুধ খাওয়াচ্ছেন।
কেউ যাতে ফাইলেরিয়ায় আক্রান্ত না হয় সেই জন্য স্বাস্থ্য দফতরের তরফে বরাবরই জনগণকে সচেতন করা হচ্ছে। ব্লকের ফাইলেরিয়া আক্রান্ত রোগীদের যাতে সংক্রমণ না ছড়ায় সেই জন্য এদিন তাঁদের বেশ কিছু সামগ্রী দেওয়া হয়েছে।
