Jalpaiguri News: ফাইলেরিয়া প্রতিরোধে সক্রিয় স্বাস্থ্য দফতর! আক্রান্তদের হাতে তুলে দেওয়া হল ওষুধ সহ একাধিক জিনিস, মাটিয়ালিতে বিশেষ শিবিরের আয়োজন

Last Updated:

Jalpaiguri News: কেউ যাতে ফাইলেরিয়ায় আক্রান্ত না হয় সেই জন্য স্বাস্থ্য দফতরের তরফে বরাবরই জনগণকে সচেতন করা হচ্ছে। ব্লকের ফাইলেরিয়া আক্রান্ত রোগীদের যাতে সংক্রমণ না ছড়ায় সেই জন্য এদিন তাঁদের বেশ কিছু সামগ্রী দেওয়া হয়েছে।

শিবির চলছে
শিবির চলছে
মাটিয়ালি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ ফাইলেরিয়া রোগ প্রতিরোধে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে স্বাস্থ্য দফতর। বিভিন্ন এলাকায় সান্ধ্যকালীন রক্ত পরীক্ষার শিবির করা হচ্ছে। বৃহস্পতিবার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালের কনফারেন্স হলে ফাইলেরিয়া রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং বিকলাঙ্গতা প্রতিরোধ শীর্ষক শিবির অনুষ্ঠিত হল।
এদিন ফাইলেরিয়া রোগে আক্রান্ত মাটিয়ালি ব্লকের ৪০ জন রোগীকে সাবান, তোয়ালে, ওষুধপত্র সহ বেশ কিছু সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি কীভাবে পা ফুলে যাওয়ার স্থান পরিষ্কার করতে হবে সেটিও হাতেকলমে দেখানো হয়। পা ফুলে যাওয়ার স্থান থেকে যাতে কোনও ভাবে সংক্রমণ না ছড়ায় সেই জন্য যাবতীয় প্রক্রিয়া বোঝানো হয় তাঁদের। রোগীদের নিয়মিত ওষুধ খাওয়ানোর কথাও এদিন বলা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ নদিয়া থেকে পূর্ব বর্ধমান যাওয়া আরও সহজ! এবার পায়ে হেঁটেই এক জেলা থেকে আরেক জেলা, চালু হচ্ছে নয়া সাঁকো
মাটিয়ালি ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিন্দম মাইতি বলেন, ফাইলেরিয়া রোগ নির্মূল করতে মাটিয়ালি ব্লকের বিভিন্ন এলাকায় নিয়মিত সান্ধ্যকালীন রক্ত পরীক্ষা করা হচ্ছে। সম্প্রতি বাতাবারি চা বাগান ও চিলোনি চা বাগানে ওই শিবির হয়। ৪ জনের ফাইলেরিয়া পজেটিভ ধরা পড়েছে। স্বাস্থ্যকর্মীরা তাঁদের নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি ওষুধ খাওয়াচ্ছেন।
advertisement
advertisement
কেউ যাতে ফাইলেরিয়ায় আক্রান্ত না হয় সেই জন্য স্বাস্থ্য দফতরের তরফে বরাবরই জনগণকে সচেতন করা হচ্ছে। ব্লকের ফাইলেরিয়া আক্রান্ত রোগীদের যাতে সংক্রমণ না ছড়ায় সেই জন্য এদিন তাঁদের বেশ কিছু সামগ্রী দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: ফাইলেরিয়া প্রতিরোধে সক্রিয় স্বাস্থ্য দফতর! আক্রান্তদের হাতে তুলে দেওয়া হল ওষুধ সহ একাধিক জিনিস, মাটিয়ালিতে বিশেষ শিবিরের আয়োজন
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement