Colonial History: থেমে গিয়েছে অত্যাচারীর চাবুক, ২০০ বছরেরও বেশি সময় ধরে মালদহ মেডিক্যাল কলেজ চত্বরে ঘুমিয়ে আছেন ৪ নীলকর সাহেব

Last Updated:

Malda Colonial History:কোনোটি ১০০ বছর কোনোটি ১৫০ বছর তো আবার কোনোটি ২০০ বছর পুরনো সমাধি। ব্রিটিশ ভারত শাসনকালের সময় বাণিজ্যিক উপনিবেশ গড়েছিল বাংলার বিভিন্ন প্রান্তে।

+
নীলকর

নীলকর সাহেবদের সমাধিস্থল

মালদহ, জিএম মোমিন: প্রাচীন যুগের ইতিহাস বোঝা যায় ঐতিহাসিক বহু নিদর্শন দেখে। তবে এ এক অন্যরকম ঐতিহাসিক নিদর্শন। কোন ভবন বা মিনার নয়, মালদহ শহরের বুকে রয়েছে নীলকর সাহেবদের ঐতিহাসিক সমাধি। যা আজও মনে করিয়ে দেয় ব্রিটিশদের রাজত্বকালের স্মৃতি। কোনওটি ১০০ বছরের,  কোনওটি ১৫০ বছরের, তো আবার কোনওটি ২০০ বছর পুরনো সমাধি। ব্রিটিশ ভারত শাসনকালের সময় বাণিজ্যিক উপনিবেশ গড়েছিল বাংলার বিভিন্ন প্রান্তে। সেইরকমই ব্রিটিশ শাসনকালে ব্রিটিশদের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ছিল মালদহের এই ইংরেজবাজার। সেই বাণিজ্যিক উপনিবেশকে কেন্দ্র করেই মালদহে গড়ে উঠেছিল একাধিক কুঠি যেখানে ব্রিটিশরা তাঁদের ব্যবসা-বাণিজ্য করতেন। ইতিহাসবিদদের মতে, এক সময় মালদহে ব্রিটিশ শাসনকালে ব্যাপকভাবে প্রচলন ছিল নীলচাষের। সেই নীলচাষকে কেন্দ্র করেই ব্যবসা-বাণিজ্য করতেন ব্রিটিশ সাহেবেরা। তাঁদেরকেই বলা হত নীলকর সাহেব। বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে অবস্থিত রয়েছে চারজন নীলকর সাহেবের সমাধি। যা আজও বর্ণনা করে ব্রিটিশ আমলের ইতিহাসকে।
আরও পড়ুন : বনপথের বাঁকে বাঁকে লেপার্ড, বাইসন, হাতি, হরিণের দল! পর্যটকদের মুখে হাসি ফোটাতে খুব শীঘ্র ফের খুলছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের চুনিয়া রুটের সাফারি
ইতিহাসবিদ এম আতাউল্লাহ জানান, “মালদহ শহর তথা ইংরেজবাজারে একসময় শাসন ছিল ব্রিটিশদের। তারা নীলচাষকে কেন্দ্র করে উপনিবেশ গড়েছিলেন এখানে। তাদেরই মধ্যে বহু ব্রিটিশ বসবাস করতেন এখানে। তাই তাঁদের কোনও রকমভাবে মৃত্যু হলে এখানেই সমাধি দেওয়া হত। এঁদের মধ্যে অনেকেই ছিলেন বিভিন্ন অফিসার যারা নীলকুঠির দায়িত্ব পালন করতেন। বিশেষ ব্যক্তিত্ব থাকাই তাঁদের বিশেষভাবে সমাধি দেওয়া হত। আজও তাঁদের পরিচয়লিপি-সহ সমাধিস্থল রয়েছে শহরের বুকে।”
advertisement
ব্রিটিশ রাজত্ব থেকে স্বাধীনতা লাভের পরও আজও বাংলার একাধিক প্রান্তে ব্রিটিশদের গড়া বহু স্থাপত্য নির্মাণ ও নিদর্শন থেকে গেছে। ভারতের স্বাধীনতা লাভের পর ৭৯ বছর কেটে গেলেও ব্রিটিশ শাসনকালে গড়ে ওঠা বহু স্থাপত্য নির্মাণ ও নিদর্শন মনে করিয়ে দেয় ব্রিটিশদের স্মৃতি। যাদের মধ্যে অন্যতম হচ্ছে মালদহের এই সমাধিস্থল।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Colonial History: থেমে গিয়েছে অত্যাচারীর চাবুক, ২০০ বছরেরও বেশি সময় ধরে মালদহ মেডিক্যাল কলেজ চত্বরে ঘুমিয়ে আছেন ৪ নীলকর সাহেব
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement