TRENDING:

Jalpaiguri News: নদীতে ঝাঁকে ঝাঁকে হামলে পড়ছে ওটা কী? হইচই নদী এলাকা জুরে

Last Updated:

Jalpaiguri News: তবে করলা নদী এখনও বিশুদ্ধ ও মাছ ধরার জন্য নিরাপদ, জেলেদের জন্য স্বস্তির বিষয় অবশ্যই। সারাদিনের পরিশ্রম শেষে তারা এসব মাছ স্থানীয় বাজারে বিক্রি করেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: করলা নদীতে হরেকরকম মাছেদের দেখা মেলে। খুশির জোয়ার জলপাইগুড়ির মাছ চাষীদের। সম্প্রতি উত্তরবঙ্গের টেমস অর্থাৎ করলা নদীর স্বচ্ছ জলে পুটি, মৃগেল, বোয়াল, রুই ও নাদিয়ালি মাছের ঝাঁকের দেখা মিলছে। আর এতেই মুখে হাসি মাছ চাষীদের। কিছুদিন আগেই তিস্তা নদীতে বিষাক্ত পদার্থ মিশে মাছের মৃত্যু ঘটায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement

তবে করলা নদী এখনও বিশুদ্ধ ও মাছ ধরার জন্য নিরাপদ, জেলেদের জন্য স্বস্তির বিষয় অবশ্যই। সারাদিনের পরিশ্রম শেষে তারা এসব মাছ স্থানীয় বাজারে বিক্রি করেন, শহরের ক্রেতারা মুখিয়ে থাকেন করলার তাজা মাছ কেনার জন্য। এ নদীর সঙ্গে জেলেদের জীবন ওতপ্রোতভাবে জড়িত। তবে করলা নদীর তীরবর্তী একদল মানুষের জীবিকা ও সংগ্রামের গল্প একদিকে কঠিন, অন্যদিকে অনুপ্রেরণাদায়ক বটে!

advertisement

আরও পড়ুনঃ ICC Champions Trophy 2025: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ঘোষিত দলে একাধিক বদল! শেষ মুহূর্তে কোন চমক? জানুন বিস্তারিত

এই করলাই অনেকের জীবনের একমাত্র অবলম্বন—আশ্রয়, উপার্জন ও জীবিকা। এখান থেকেই তারা জীবিকা নির্বাহ করেন, সংসার চালান এবং ভবিষ্যতের স্বপ্ন বুনে যান। করলা নদী শুধু একটি জলধারা নয়, এটি তাদের আশা, পরিশ্রম ও টিকে থাকার একমাত্র মাধ্যম। তবে এই নদী রক্ষায় স্থানীয় প্রশাসন ও পরিবেশবিদদের এগিয়ে আসা জরুরি, যাতে ভবিষ্যতেও এটি মানুষের জীবিকার উৎস হয়ে থাকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: নদীতে ঝাঁকে ঝাঁকে হামলে পড়ছে ওটা কী? হইচই নদী এলাকা জুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল