তবে করলা নদী এখনও বিশুদ্ধ ও মাছ ধরার জন্য নিরাপদ, জেলেদের জন্য স্বস্তির বিষয় অবশ্যই। সারাদিনের পরিশ্রম শেষে তারা এসব মাছ স্থানীয় বাজারে বিক্রি করেন, শহরের ক্রেতারা মুখিয়ে থাকেন করলার তাজা মাছ কেনার জন্য। এ নদীর সঙ্গে জেলেদের জীবন ওতপ্রোতভাবে জড়িত। তবে করলা নদীর তীরবর্তী একদল মানুষের জীবিকা ও সংগ্রামের গল্প একদিকে কঠিন, অন্যদিকে অনুপ্রেরণাদায়ক বটে!
advertisement
এই করলাই অনেকের জীবনের একমাত্র অবলম্বন—আশ্রয়, উপার্জন ও জীবিকা। এখান থেকেই তারা জীবিকা নির্বাহ করেন, সংসার চালান এবং ভবিষ্যতের স্বপ্ন বুনে যান। করলা নদী শুধু একটি জলধারা নয়, এটি তাদের আশা, পরিশ্রম ও টিকে থাকার একমাত্র মাধ্যম। তবে এই নদী রক্ষায় স্থানীয় প্রশাসন ও পরিবেশবিদদের এগিয়ে আসা জরুরি, যাতে ভবিষ্যতেও এটি মানুষের জীবিকার উৎস হয়ে থাকে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2025 9:05 PM IST





