জমিতে সেচের জন্য করা হয়েছে গভীর নলকূপ কিন্তু তার সুবিধা পাচ্ছেন না কৃষকরা। ফালাকাটা পুরসভার ২ নম্বর ওয়ার্ড চুয়াখোলায় বসানো হয়েছে গভীর নলকূপ। তার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে মাস তিনেক আগে। সেখানে বিদ্যুতের কাজ সম্পন্ন হয়ে মিটারও বসানো হয়ে গিয়েছে। জল তোলার জন্য মাটির নিচে পাইপ বসে গিয়েছে। মোটর বসানো হয়েছে কিন্তু এখনো সেখানে দেওয়া হয়নি বিদ্যুৎ সংযোগ।
advertisement
আরও পড়ুন: উঠোনে খেলছিল শিশু, পাশে বসেছিল মা, হঠাৎ ঝাঁপিয়ে পড়ল ওটা কী? মুহূর্তে মৃত্যু!
যার ফলে সেচের জন্য জল পাচ্ছে না কৃষকরা।এর ফলে নষ্ট হয়ে যাচ্ছে ধানের বিচন। বিঘার পর বিঘা জমি শুকিয়ে রয়েছে l কৃষক খয়রুল মিয়া, রিপন দাস জানান, “সেচ দফতরের পক্ষ থেকে কৃষকদের জমিতে সেচ দেওয়ার জন্য গভীর নলকূপ বসানো হল।তার সুবিধা পাচ্ছেন না কৃষকরা।কয়েক লক্ষ টাকা খরচ করে এখানে নলকূপও বসানো হয়েছে এবং পাম্প হাউজ তৈরি করা হয়েছে।তারপরেও লাভ কিছু হল না।”
জানা গিয়েছে বৈদ্যুতিক সংযোগ চলে এসেছে কিন্তু জল তোলার মোটরের সঙ্গে সেই বৈদ্যুতিক সংযোগ না দিয়েই সেচ দফতরের কর্মীরা এই প্রকল্পকে সম্পন্ন দেখিয়ে এখান থেকে চলে গিয়েছেন। জল না পাওয়ায় চাষের জমিতে জল দেওয়া যাচ্ছে না।তার জন্য চাষাবাদ করা যাচ্ছে না। এই বিষয়ে জেলা কৃষি দফতরের সঙ্গে যোগাযোগ করলে তারা ফোন না তোলায় কোন মন্তব্য পাওয়া যায়নি।





