Sports Showroom: তারকা ফুটবলারের হাতে উদ্বোধন, ঝাঁ-চকচকে বিশাল শোরুম খুলে গেল শান্তিপুরে! খেলার সব সরঞ্জামের চোখ ধাঁধানো কালেকশন
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia Sports Showroom: ভারতের প্রখ্যাত ফুটবল তারকা প্রণয় হালদারের হাতে শান্তিপুরে উদ্বোধন স্পোর্টস শোরুম। পাওয়া যাবে ক্রিকেট, ফুটবল, ভলিবল সহ খেলাধুলার সব সরঞ্জাম।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: পৈত্রিক ভিটের টানে শান্তিপুরে ফিরে এলেন ভারতের প্রখ্যাত ফুটবল তারকা প্রণয় হালদার। শান্তিপুর মতিগঞ্জ মোড়ে অত্যাধুনিক খেলার সরঞ্জামের একটি দোকানের উদ্বোধন করলেন তিনি। প্রণয়ের পিতা প্রভাত কুমার হালদার একসময় শান্তিপুরের স্বনামধন্য ফুটবলার ছিলেন। কর্মসূত্রে কলকাতায় থাকলেও তাঁর খেলাধুলার ঐতিহ্য আজও এলাকায় গৌরবের বিষয়। পিতা পুত্র দু’জনেই এদিন উপস্থিত ছিলেন এই উদ্যোগের সূচনায়।
রানাঘাটের বাসিন্দা অভিজিৎ সরকার দীর্ঘদিন ধরে খেলাধুলার সরঞ্জামের একটি সুপরিচিত দোকান পরিচালনা করছেন। বহু ক্লাব, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীর চাহিদা মাথায় রেখে তিনি এবার শান্তিপুরে খুললেন নামিদামি ব্র্যান্ডের প্রায় সব ধরনের খেলার সরঞ্জামের নতুন দোকান। উপস্থিত ছিলেন শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র–ছাত্রী, স্থানীয় খেলাধুলার সংগঠনের কর্মকর্তা, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়সহ বহু ক্রীড়াপ্রেমী মানুষ।
advertisement
advertisement
অতিথিদের বক্তব্যে উঠে আসে, শুধুমাত্র ব্যবসা নয় খেলাধুলার উন্নয়নে নানান সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকার কারণেই অভিজিৎ সরকারের এই পদক্ষেপ আরও তাৎপর্যপূর্ণ। তাঁদের মতে, শান্তিপুরের খেলাধুলার ধারাবাহিকতা বজায় রাখতে এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এই দোকানের বড় ভূমিকা থাকবে। দোকান মালিক জানান, জেলার বিভিন্ন প্রান্তে আরও সাত আটটি শাখা খোলার পরিকল্পনা রয়েছে তাঁর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখানে ক্রিকেট, ফুটবল, ভলিবল, সাঁতার, বাস্কেটবল, গলফসহ কম প্রচলিত খেলাধুলার সরঞ্জামও রাখা হয়েছে। খেলোয়াড়দের পোশাক, জুতো থেকে শুরু করে ট্রায়াল রুমসহ এক হাজার স্কোয়ার ফিটের এই দোকানে একই ছাদের তলায় মিলবে ট্রফি, মেডেল এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য উপহারযোগ্য সাজানো প্যাকেজড সামগ্রী। ক্রীড়ামনস্ক শান্তিপুরে এই উদ্যোগ নিঃসন্দেহে নতুন সম্ভাবনার সূচনা করল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
December 12, 2025 7:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sports Showroom: তারকা ফুটবলারের হাতে উদ্বোধন, ঝাঁ-চকচকে বিশাল শোরুম খুলে গেল শান্তিপুরে! খেলার সব সরঞ্জামের চোখ ধাঁধানো কালেকশন






