Bankura News: বদলে গেল পুলিশের কঠোর ভাবমূর্তি, আউটপোস্টে শিল্পের ঝলক! 'ভয়ের জায়গায়' আস্থার পরিবেশ

Last Updated:
Bankura News: থানা বা আউটপোস্ট মানেই মানুষের মনে এক ধরনের ভয়, সরকারি দফতরের গাম্ভীর্যের ছবি। সেই ধারণা বদলে দিল ঝাঁটিপাহাড়ি আউটপোস্ট।
1/6
সাধারণত থানা বা আউটপোস্ট মানেই মানুষের মনে এক ধরনের ভয়, সরকারি দফতরের গাম্ভীর্যের ছবি। কিন্তু সেই প্রচলিত ধারণাতেই যেন নতুন আলো ফেলল এলাকার ঝাঁটিপাহাড়ি আউটপোস্ট। সম্প্রতি এখানে চলল এক চমৎকার দেওয়ালসজ্জার কাজ, যেন সাধারণ মানুষের চোখে পুলিশের চৌহদ্দিকে আরও বন্ধুত্বপূর্ণ করে তোলার এক সৃজনশীল প্রচেষ্টা। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
সাধারণত থানা বা আউটপোস্ট মানেই মানুষের মনে এক ধরনের ভয়, সরকারি দফতরের গাম্ভীর্যের ছবি। কিন্তু সেই প্রচলিত ধারণাতেই যেন নতুন আলো ফেলল এলাকার ঝাঁটিপাহাড়ি আউটপোস্ট। সম্প্রতি এখানে চলল এক চমৎকার দেওয়ালসজ্জার কাজ, যেন সাধারণ মানুষের চোখে পুলিশের চৌহদ্দিকে আরও বন্ধুত্বপূর্ণ করে তোলার এক সৃজনশীল প্রচেষ্টা। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/6
এই উদ্যোগের মূল কারিগর বাঁকুড়ারই শিল্পী রামপ্রসাদ কর্মকার। যামিনী রায়ের শিল্পশৈলীর আদলে তিনি আউটপোস্টের বাইরের দেওয়ালে ফুটিয়ে তুলেছেন নানারঙের চিত্রকল্প—লোকজ রীতি, গ্রামীণ জীবনের ছোঁয়া, মানুষের অনুভূতি ও রঙের উচ্ছ্বাস। দূর থেকে তাকালেই মনে হয় কোনও শিল্পাগারের সামনে দাঁড়িয়ে আছেন কেউ, পুলিশি দফতরের নয়। তাঁর হাতে রঙের তুলিতে নতুন প্রাণ পেয়েছে সাধারণ এক দফতরের দেওয়াল।
এই উদ্যোগের মূল কারিগর বাঁকুড়ারই শিল্পী রামপ্রসাদ কর্মকার। যামিনী রায়ের শিল্পশৈলীর আদলে তিনি আউটপোস্টের বাইরের দেওয়ালে ফুটিয়ে তুলেছেন নানারঙের চিত্রকল্প—লোকজ রীতি, গ্রামীণ জীবনের ছোঁয়া, মানুষের অনুভূতি ও রঙের উচ্ছ্বাস। দূর থেকে তাকালেই মনে হয় কোনও শিল্পাগারের সামনে দাঁড়িয়ে আছেন কেউ, পুলিশি দফতরের নয়। তাঁর হাতে রঙের তুলিতে নতুন প্রাণ পেয়েছে সাধারণ এক দফতরের দেওয়াল।
advertisement
3/6
আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক অনিমেষ চার এবং অন্যান্য পুলিশকর্মীরা এই পরিবর্তনে যথেষ্ট সন্তুষ্ট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের আউটপোস্ট মানেই ভয় বা অস্বস্তি, এই মানসিকতা ভাঙতেই চাই আমরা। মানুষ যেন নির্দ্বিধায়, স্বচ্ছন্দে এখানে প্রবেশ করতে পারে, সেই কারণেই এমন উদ্যোগ। তাঁদের বিশ্বাস, শিল্পের ভাষা ভীতি নয়, বরং আস্থা তৈরি করে।
আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক অনিমেষ চার এবং অন্যান্য পুলিশকর্মীরা এই পরিবর্তনে যথেষ্ট সন্তুষ্ট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের আউটপোস্ট মানেই ভয় বা অস্বস্তি, এই মানসিকতা ভাঙতেই চাই আমরা। মানুষ যেন নির্দ্বিধায়, স্বচ্ছন্দে এখানে প্রবেশ করতে পারে, সেই কারণেই এমন উদ্যোগ। তাঁদের বিশ্বাস, শিল্পের ভাষা ভীতি নয়, বরং আস্থা তৈরি করে।
advertisement
4/6
নিজের কাজ নিয়ে উচ্ছ্বসিত শিল্পী রামপ্রসাদ কর্মকার জানান, “আউটপোস্টে কাজ করতে পেরে আমি খুব খুশি। মন ভরে কাজ করেছি। থানায় থানায় যদি এমন উদ্যোগ নেওয়া হয়, মানুষ পুলিশের প্রতি আরও কাছাকাছি বোধ করবে।”
নিজের কাজ নিয়ে উচ্ছ্বসিত শিল্পী রামপ্রসাদ কর্মকার জানান, “আউটপোস্টে কাজ করতে পেরে আমি খুব খুশি। মন ভরে কাজ করেছি। থানায় থানায় যদি এমন উদ্যোগ নেওয়া হয়, মানুষ পুলিশের প্রতি আরও কাছাকাছি বোধ করবে।”
advertisement
5/6
ইতিমধ্যেই এলাকাবাসীর মধ্যে এই নতুন সাজ নিয়ে উৎসাহ দেখা যাচ্ছে। পথ চলতি মানুষের কাছে আউটপোস্টটি হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। শুধু সৌন্দর্যই নয়, এই দেওয়ালচিত্র যেন মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ককে আরও মেলবন্ধনের দিকে এগিয়ে দিচ্ছে সৃজনশীলতার ছোঁয়ায়।
ইতিমধ্যেই এলাকাবাসীর মধ্যে এই নতুন সাজ নিয়ে উৎসাহ দেখা যাচ্ছে। পথ চলতি মানুষের কাছে আউটপোস্টটি হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। শুধু সৌন্দর্যই নয়, এই দেওয়ালচিত্র যেন মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ককে আরও মেলবন্ধনের দিকে এগিয়ে দিচ্ছে সৃজনশীলতার ছোঁয়ায়।
advertisement
6/6
বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝাঁটিপাহাড়ি আউটপোস্টকে যামিনী রায়ের আদলে সুন্দর দেওয়ালচিত্রে সাজালেন শিল্পী রামপ্রসাদ কর্মকার। আউটপোস্টের আধিকারিক অনিমেষ চারসহ পুলিশকর্মীরা জানান, মানুষের ভয় দূর করে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতেই এই উদ্যোগ। শিল্পী রামপ্রসাদও এমন কাজে যুক্ত হয়ে খুশি। এলাকাবাসীর মতে, এই সাজ শুধু সৌন্দর্য নয়, পুলিশ ও সাধারণ মানুষের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝাঁটিপাহাড়ি আউটপোস্টকে যামিনী রায়ের আদলে সুন্দর দেওয়ালচিত্রে সাজালেন শিল্পী রামপ্রসাদ কর্মকার। আউটপোস্টের আধিকারিক অনিমেষ চারসহ পুলিশকর্মীরা জানান, মানুষের ভয় দূর করে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতেই এই উদ্যোগ। শিল্পী রামপ্রসাদও এমন কাজে যুক্ত হয়ে খুশি। এলাকাবাসীর মতে, এই সাজ শুধু সৌন্দর্য নয়, পুলিশ ও সাধারণ মানুষের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
advertisement
advertisement