Bankura News: পথশ্রী প্রকল্পে রাস্তা সংস্কার, বাঁকুড়ার ছাতনায় এক মঞ্চে তৃণমূল, বিজেপি-বাম সমর্থিত প্রতিনিধি! কাঁধে কাঁধ মিলিয়ে শিলান্যাস
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Bankura News: এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে যে রাজনৈতিক ভেদাভেদকে দূরে সরিয়ে রাখা যায়, তার জোরাল প্রমাণ মিলল ছাতনায়।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে যে রাজনৈতিক ভেদাভেদকে দূরে সরিয়ে রাখা যায়। তার জোরাল প্রমাণ মিলল ছাতনায়। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের দাবি ছিল জামতড়া থেকে বনকাটি পর্যন্ত সংযোগকারী রাস্তা সংস্কার ও মেরামতির। এবারে সেই দাবির প্রতি সাড়া দিয়ে পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের কাজ শুরু হতে চলেছে।
আর সেই কাজের শিলান্যাস করতে এক মঞ্চে দেখা গেল পরস্পরের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের। বৃহস্পতিবার উপস্থিত ছিলেন তৃণমূল নেতা ও ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র। তাঁর উপস্থিতিতে নারকেল ফাটিয়ে শিলান্যাসের উদ্বোধন করেন সিপিআইএম-বিজেপি সমর্থিত জামতড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপেন মাণ্ডি। দুই বিপরীত রাজনৈতিক শিবিরের নেতাকে একই লক্ষ্যে, একই মঞ্চে দেখা যাওয়ার ঘটনা এলাকায় এক নতুন বার্তা বহন করেছে।
advertisement
advertisement
উপস্থিত সাধারণ মানুষও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বহুদিনের অবহেলিত রাস্তা অবশেষে সংস্কারের পথে। এটাই তাঁদের কাছে বড় স্বস্তি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় ৪৫ লাখ ৬,২৫৮ টাকা বরাদ্দ করা হয়েছে এই রাস্তা নির্মাণের কাজে। পরিকল্পনা অনুযায়ী, রাস্তা প্রশস্তকরণ, নালা তৈরির মত প্রাথমিক অবকাঠামোগত উন্নয়নের কাজও এই প্রকল্পের অন্তর্ভুক্ত থাকবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফলে বর্ষাকাল ও শুষ্ক মরশুমে চলাচল আরও সহজ হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। কৃষিকাজ, স্কুলে যাতায়াত, বাজারে যাওয়া, সব ক্ষেত্রেই এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয়দের বক্তব্য, রাজনৈতিক বিরোধ ভুলে উন্নয়নের স্বার্থে নেতাদের এই ঐক্য ভবিষ্যতে আরও বড় কাজের প্রেরণা জোগাবে। ছাতনা ব্লকের অন্যান্য গ্রামেও একইভাবে উন্নয়নমূলক উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে বলে তাঁদের আশা। এলাকার উন্নয়নই যে আসল লক্ষ্য, এই বার্তাই ফের উঠে এল শিলান্যাস মঞ্চ থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
Dec 12, 2025 4:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: পথশ্রী প্রকল্পে রাস্তা সংস্কার, বাঁকুড়ার ছাতনায় এক মঞ্চে তৃণমূল, বিজেপি-বাম সমর্থিত প্রতিনিধি! কাঁধে কাঁধ মিলিয়ে শিলান্যাস










