Bankura News: মাঝরাস্তায় হাঁফাতে হাঁফাতে বসে পড়ল বুড়ো ষাঁড়, পাশে দাঁড়িয়ে ট্রাফিক ওসির আদর-যত্ন! নিরাপত্তায় দেওয়া হল ব্যারিকেড

Last Updated:

Bankura News: ট্রাফিক পুলিশ দ্রুত অসুস্থ ষাঁড়টির সামনে ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করে। চিকিৎসক আনার জন্য পাঠানো হয় গাড়ি।

+
অসুস্থ

অসুস্থ ষাঁড়

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: সকালের ভিড় প্রতিদিনের মতই দক্ষিণ বাঁকুড়ার প্রধান গেটওয়ে লোকপুর মোড়ের সড়ককে সরগরম করে তুলেছিল। বাস, লরি, ছোট গাড়ি- সব মিলিয়ে পথজুড়ে ছিল প্রবল চাপ। ঠিক সেই সময়ই হঠাৎ রাস্তার মাঝখানে বসে পড়ে একটি বয়স্ক ষাঁড়। তার নিস্তেজ শরীর, দুর্বল শ্বাস। দেখেই বোঝা যাচ্ছিল সে অসুস্থ। যান চলাচল ধীরে ধীরে থমকে যেতে শুরু করলেও এই পরিস্থিতির মাঝেই ফুটে ওঠে এক মানবিক উদাহরণ।
ট্রাফিক পুলিশ দ্রুত অসুস্থ ষাঁড়টির সামনে সামনে ব্যারিয়ার বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করে। পুরো ঘটনাটি নিজের হাতে নেন ট্রাফিক ওসি গৌতম সেন। তিনি একদিকে ব্যস্ত সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, অন্যদিকে অসুস্থ প্রাণীটির পাশে দাঁড়িয়ে তার সেবা–শুশ্রূষার ব্যবস্থা করছেন। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়, যাতে যান চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
advertisement
advertisement
এই সময় ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দা দিব্যেন্দু রায় বলেন, “সকাল থেকেই গরুটি অসুস্থ! ট্রাফিক পুলিশের মানবিক দিকটা দেখেই যথেষ্ট আনন্দ পেয়েছি আমরা। স্থানীয় ব্যক্তিরাও সবাই ঝাঁপিয়ে পড়েছেন গরুটাকে সুস্থ করতে। আপাতত সুস্থ রয়েছে সে।” তাঁর কথাতেই স্পষ্ট, এলাকায় কীভাবে সবাই একযোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। স্থানীয় যুবকরাও এগিয়ে এসে গরুটিকে খাওয়ানোর ব্যবস্থা করে। তাকে দেওয়া হয় গরম সেঁক , পাউরুটি এবং জল। যাতে দুর্বলতা কিছুটা কাটে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর খবর যায় পশু চিকিৎসালয়ে, এবং দ্রুত এক চিকিৎসক পুলিশ ভ্যানেই ঘটনাস্থলে পৌঁছন। পরীক্ষা করে জানান, ষাঁড়টি ঠান্ডাজনিত দুর্বলতায় ভুগছে, তবে আশঙ্কার কিছু নেই। প্রাথমিক চিকিৎসার পর তাকে রাস্তার ধারে নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়। দৈনন্দিন ব্যস্ততার মাঝেও বাঁকুড়া ট্রাফিক পুলিশ ও সাধারণ মানুষের একযোগে উদ্যোগ দেখিয়ে দিল, মানবিকতা এখনও সমাজের সবচেয়ে বড় শক্তি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: মাঝরাস্তায় হাঁফাতে হাঁফাতে বসে পড়ল বুড়ো ষাঁড়, পাশে দাঁড়িয়ে ট্রাফিক ওসির আদর-যত্ন! নিরাপত্তায় দেওয়া হল ব্যারিকেড