আলিপুরদুয়ার শহর থেকে মাত্র ১০ কিমি দূরে ৩১ নং জাতীয় সড়কে পোরো নদীতে এদিন দেখা মিলল এক দাঁতাল হাতির। পোরো নদীতে স্নান করছে দাঁতাল হাতি আর এই দৃশ্য দেখতে পোরো সেতুতে ভিড় জমান পর্যটক থেকে শুরু করে পথচলতিরা।
আরও পড়ুন: সাংঘাতিক জ্বালাতন! ভুট্টা গাছে ফল ধরতেই তাক বুঝে হাতির হানা, মাথায় হাত চাষিদের
advertisement
কালচিনি ব্লকের বক্সা ব্যাঘ্র প্রকল্প জঙ্গল লাগোয়া পোরো নদীতে দাঁতাল হাতি স্নান করছে ও নদীর জল পান করছে। আর এই দৃশ্য ক্যামেরা বন্দি করতে এদিন অনেকে ভিড় জমায় পোরো সেতুতে। হাতিটি প্রথমে জঙ্গল থেকে এসে নদীর জলে নামে। প্রায় এক ঘন্টা জলে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হাতিটিকে। এরপর তৃষ্ণা মেটানোর জন্য জল পান করতে দেখা যায় তাকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপরেই শুরু হয় স্নান। যদিও বেশি সময় স্নান করতে দেখা যায়নি হাতিটিকে।এরপরেই হাতিটি আবার জঙ্গলে চলে যায়। ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় সেতু।
Annanya Dey





