সামনে পেয়ে মহিলাকে শুঁড় দিয়ে আছড়ে মারল হাতি। মৃত ও আহতের পরিচয় জানা যায়নি। ডিএফও দ্বীজ প্রতিম সেন জানান, স্কুটি নিয়ে ওই রাস্তায় দাঁড়িয়েছিলেন ওই দম্পতি। কারণ স্কুটি চলন্ত অবস্থায় থাকলে স্কুটির ক্ষতি হত। বন দফতরের অনুমান ওই দম্পতি কোন কারণে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে নেমেছিলেন। আর তখনই এই দুর্ঘটনা ঘটে।
advertisement
আরও পড়ুন: কোকো চাষে জলপাইগুড়ির বাজিমাত! বিখ্যাত সংস্থার উদ্যোগে ৩ হাজার চারা যাচ্ছে উত্তর-পূর্ব ভারতে
কীভাবে এই ঘটনা ঘটল তা আরও খতিয়ে দেখছে বন দফতর। ডিএফও সাধারণ মানুষকে জঙ্গল ঘেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি জানান, ছবি তোলার জন্য অনেকে রাস্তায় দাঁড়িয়ে পড়ছেন আর নিজেদের বিপদ ডেকে আনছেন। এদিনের ঘটনার পরও মানুষ কবে সতর্ক হয় সেটাই এখন দেখার।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 03, 2025 6:30 PM IST






