Siliguri News: ঝুড়ি ভরা মাছ, বিক্রেতার ঠোঁটে বাঁশি! রাঙাপানি বাজারে অন্যরকম ছবি, দেখেই দাঁড়িয়ে পড়েন অনেকেই

Last Updated:

Siliguri News: রাঙাপানি বাজারে সকাল হলেই ভেসে আসে মাছের হাঁকডাক, দরদাম আর কোলাহল। কিন্তু সেই চেনা শব্দের ভিড় ছাপিয়ে হঠাৎই কান পাতলেই শোনা যায় এক মায়াবী বাঁশির সুর।

+
ঝুড়িভরা

ঝুড়িভরা মাছ, ঠোঁটে বাঁশি, ব্যতিক্রমী জগন্নাথ সরকার!

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: রাঙাপানি বাজারে সকাল হলেই ভেসে আসে মাছের হাঁকডাক, দরদাম আর কোলাহল। কিন্তু সেই চেনা শব্দের ভিড় ছাপিয়ে হঠাৎই কান পাতলেই শোনা যায় এক মায়াবী বাঁশির সুর। বাজারের এক কোণে মাছের ঝুড়ির পাশেই বসে আছেন জগন্নাথ সরকার—হাতে মাছ বিক্রির ওজনদাঁড়া, আর অবসর পেলেই ঠোঁটে তুলে নিচ্ছেন তাঁর প্রিয় বাঁশি।
রাঙাপানির বাসিন্দা জগন্নাথ সরকার বহু বছর ধরে মাছ বিক্রির সঙ্গে সঙ্গে এই বাঁশি বাজানোর কাজটি করে চলেছেন। তাঁর কাছে মাছ বিক্রি আর বাঁশি বাজানো—দুটোই জীবনের অঙ্গ। বাজারে ক্রেতাদের ভিড় একটু কমলেই, কিংবা বিক্রির ফাঁকে ফাঁকে, সেখানেই বসে তিনি বাঁশির সুরে ভরিয়ে দেন চারপাশ।
advertisement
advertisement
জগন্নাথ সরকার মূলত বাজান মোহন বাঁশি—প্রাচীন এই বায়ু বাদ্যযন্ত্র সাধারণত ফাঁপা বাঁশ দিয়ে তৈরি। ঐতিহ্যগতভাবে এতে ছয় বা সাতটি আঙুলের ছিদ্র থাকে। সেই বাঁশির সুরে কখনও ভেসে ওঠে লোকসঙ্গীতের আবেশ, কখনও আবার নামকীর্তনের ভক্তিমূলক সুর। শুধু বাজারেই নয়, এলাকার বিভিন্ন নামকীর্তন অনুষ্ঠানেও বাঁশি বাজান তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
মাছ বিক্রি করতে করতে এমনভাবে বাঁশি বাজানো—এই দৃশ্য রীতিমতো অবাক করে বাজারে আসা ক্রেতা ও অন্যান্য বিক্রেতাদের। অনেকেই দাঁড়িয়ে পড়েন, কেউ মোবাইলে ভিডিও করেন, কেউ আবার কেনাকাটার ফাঁকে একটু থেমে উপভোগ করেন সেই সুর। নিজের এই ব্যতিক্রমী অভ্যাস নিয়ে জগন্নাথ সরকারের বক্তব্য খুবই সহজ। তিনি বলেন, “বাঁশি বাজাতে আমার ভাল লাগে, তাই বাজাই। মাছ বিক্রি তো পেটের জন্য, আর বাঁশি বাজানো মনের জন্য।” রাঙাপানি বাজারের ব্যস্ততার মাঝেই তাই জগন্নাথ সরকারের বাঁশির সুর হয়ে উঠেছে এক আলাদা গল্প—যেখানে জীবিকার সঙ্গে জড়িয়ে আছে শিল্প, আর কোলাহলের মধ্যেও জন্ম নেয় শান্তির মুহূর্ত।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: ঝুড়ি ভরা মাছ, বিক্রেতার ঠোঁটে বাঁশি! রাঙাপানি বাজারে অন্যরকম ছবি, দেখেই দাঁড়িয়ে পড়েন অনেকেই
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement