Agriculture News: নয়া সেচ প্রকল্পে বদলে যাবে মালদহের কৃষকদের ভাগ্য, মহানন্দা থেকে জল সোজা পৌঁছে যাবে কৃষিজমিতে

Last Updated:

Malda Agriculture News: সরাসরি নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে কৃষি জমিতে পৌঁছে যাবে জল। আমূল বদলে যাবে এলাকার কৃষি ব্যবস্থা।

+
জলসংকট

জলসংকট মেটাতে মালদহের চাঁচলে কৃষি জমি পরিদর্শনে আধিকারিকরা

মালদহ, জিএম মোমিন: এবারে উঁচু কৃষি জমিতেও পৌঁছবে জল। জেলায় কৃষকদের জল সংকট মেটাতে বিশেষ উদ্যোগী হল জেলা জলসম্পদ ও সেচ দফতর। আর.এল.আই অর্থাৎ নদী জলসেচ প্রকল্পের মাধ্যমে কৃষকদের সুবিধার্থে মাঠে বসানো হবে একাধিক রকম আধুনিক যন্ত্র। যেখানে সরাসরি নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে কৃষি জমিতে পৌঁছে যাবে জল। বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল, মোটর, জমির চারপাশ দিয়ে পাইপলাইন ইত্যাদি একাধিক রকম যান্ত্রিক পরিষেবা মিলবে এবার কৃষি জমিতে।
এদিন মালদহ জেলার চাঁচলের মহানন্দপুর, ভগবানপুর, খরবা, মতিহারপুর এলাকার কৃষি জমি পরিদর্শন করেন আধিকারিক ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ। সেখানে কৃষকদের যাবতীয় সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন। এক কৃষক শরিফুদ্দিন আহমদ জানান, “সারা বছরই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। এলাকায় ভুট্টা, পাট, ধান ইত্যাদি বিভিন্ন রকম ফসল চাষ করা হয়। প্রায় ১০০ বিঘার বেশি কৃষি জমি রয়েছে এলাকায়। যেখানে জল সংকট রয়েছে। তাঁরা চান দ্রুত এই সমস্যাটি সমাধান হোক।”
advertisement
advertisement
মালদহ জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জানান, ” ইতিমধ্যে ওই এলাকায় প্রায় ১৫০ বিঘা জমির জন্য আর‌.এল.আই প্রকল্পের মাধ্যমে আধুনিক যন্ত্র ও পাইপলাইন বসানো হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আর‌ও ১০০ বিঘা জমির জন্য বরাদ্দ করা হয়েছে। তার‌ই আগে পরিকল্পনা গুলি খতিয়ে দেখতে পরিদর্শন করা হচ্ছে কৃষি জমিগুলি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৃষি কাজ নির্ভরশীল জেলা মালদহ। ছোট থেকে বড় একাধিক নদী বয়ে গেছে এই জেলার ওপর দিয়ে। গঙ্গা, মহানন্দা, কালিন্দ্রি, টাঙ্গন ইত্যাদি বড় নদী রয়েছে জেলায়। ঠিক একইভাবে মালদহের চাঁচল এলাকা দিয়ে বয়ে গেছে মহানন্দা। তাই কৃষকদের সুবিধার্থে মহানন্দা নদী তীরবর্তী কৃষি জমিগুলিতে আর.এল.আই প্রকল্পের মাধ্যমে জল সরবরাহ করে সমস্যা সমাধান করা হবে কৃষকদের।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Agriculture News: নয়া সেচ প্রকল্পে বদলে যাবে মালদহের কৃষকদের ভাগ্য, মহানন্দা থেকে জল সোজা পৌঁছে যাবে কৃষিজমিতে
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement