Agriculture News: নয়া সেচ প্রকল্পে বদলে যাবে মালদহের কৃষকদের ভাগ্য, মহানন্দা থেকে জল সোজা পৌঁছে যাবে কৃষিজমিতে
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda Agriculture News: সরাসরি নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে কৃষি জমিতে পৌঁছে যাবে জল। আমূল বদলে যাবে এলাকার কৃষি ব্যবস্থা।
মালদহ, জিএম মোমিন: এবারে উঁচু কৃষি জমিতেও পৌঁছবে জল। জেলায় কৃষকদের জল সংকট মেটাতে বিশেষ উদ্যোগী হল জেলা জলসম্পদ ও সেচ দফতর। আর.এল.আই অর্থাৎ নদী জলসেচ প্রকল্পের মাধ্যমে কৃষকদের সুবিধার্থে মাঠে বসানো হবে একাধিক রকম আধুনিক যন্ত্র। যেখানে সরাসরি নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে কৃষি জমিতে পৌঁছে যাবে জল। বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল, মোটর, জমির চারপাশ দিয়ে পাইপলাইন ইত্যাদি একাধিক রকম যান্ত্রিক পরিষেবা মিলবে এবার কৃষি জমিতে।
এদিন মালদহ জেলার চাঁচলের মহানন্দপুর, ভগবানপুর, খরবা, মতিহারপুর এলাকার কৃষি জমি পরিদর্শন করেন আধিকারিক ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ। সেখানে কৃষকদের যাবতীয় সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন। এক কৃষক শরিফুদ্দিন আহমদ জানান, “সারা বছরই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। এলাকায় ভুট্টা, পাট, ধান ইত্যাদি বিভিন্ন রকম ফসল চাষ করা হয়। প্রায় ১০০ বিঘার বেশি কৃষি জমি রয়েছে এলাকায়। যেখানে জল সংকট রয়েছে। তাঁরা চান দ্রুত এই সমস্যাটি সমাধান হোক।”
advertisement
আরও পড়ুন: পোনা মাছ ধরার জালে দৈত্যাকার কচ্ছপ, তুলতে গিয়ে হিমশিম খেলেন মৎস্যজীবী! ওজন জানলে মাথা ঘুরে যাবে
advertisement
মালদহ জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জানান, ” ইতিমধ্যে ওই এলাকায় প্রায় ১৫০ বিঘা জমির জন্য আর.এল.আই প্রকল্পের মাধ্যমে আধুনিক যন্ত্র ও পাইপলাইন বসানো হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আরও ১০০ বিঘা জমির জন্য বরাদ্দ করা হয়েছে। তারই আগে পরিকল্পনা গুলি খতিয়ে দেখতে পরিদর্শন করা হচ্ছে কৃষি জমিগুলি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৃষি কাজ নির্ভরশীল জেলা মালদহ। ছোট থেকে বড় একাধিক নদী বয়ে গেছে এই জেলার ওপর দিয়ে। গঙ্গা, মহানন্দা, কালিন্দ্রি, টাঙ্গন ইত্যাদি বড় নদী রয়েছে জেলায়। ঠিক একইভাবে মালদহের চাঁচল এলাকা দিয়ে বয়ে গেছে মহানন্দা। তাই কৃষকদের সুবিধার্থে মহানন্দা নদী তীরবর্তী কৃষি জমিগুলিতে আর.এল.আই প্রকল্পের মাধ্যমে জল সরবরাহ করে সমস্যা সমাধান করা হবে কৃষকদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
December 18, 2025 4:46 PM IST








