Giant Turtles: পোনা মাছ ধরার জালে দৈত্যাকার কচ্ছপ, তুলতে গিয়ে হিমশিম খেলেন মৎস্যজীবী! ওজন জানলে মাথা ঘুরে যাবে
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
East Medinipur Giant Turtles: বৃহৎ আকৃতির সামুদ্রিক জীব সাধারণত সমুদ্র সৈকতে দেখা যায়। তবে এবার সমুদ্র ছাড়িয়ে প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার সাঁতারে এসে ধরা পড়ল নদীতে।
advertisement
advertisement
advertisement
advertisement
এ বিষয়ে নন্দকুমার ফরেস্ট রেঞ্জের অফিসার অতুলপ্রসাদ দে জানিয়েছেন, " এদিন মহিষাদলের অমৃতবেড়িয়া এলাকায় রূপনারায়ণ নদে এক মৎস্যজীবীর চারা পোনা ধরার জালে একটি অলিভ রিডলি কচ্ছপ ধরা পড়ে। স্থানীয় বাসিন্দা ও স্থানীয় প্রশাসন বন বিভাগে খবর দেয়। বন বিভাগের কর্মীরা গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছে পূর্ণবয়স্ক একটি অলিভ রিডলি কচ্ছপ। সাধারণত গভীর সমুদ্রে বাস করে। প্রজননের সময় সমুদ্র সৈকতে উঠে আসে। ওই কচ্ছপটি সুস্থ রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর সমুদ্রে ছেড়ে দেওয়া হবে।"
advertisement
জেলা বন বিভাগ থেকে জানা যায়, " বর্তমানে বন্যপ্রাণ ও লুপ্তপ্রায় প্রাণী বাঁচাতে সচেতনতা মূলক কর্মসূচি জেলা জুড়ে অনেক অর্থই সফল হয়েছে। অলিভ রিডলি কচ্ছপ সহ নানান ধরনের লুপ্তপ্রায় প্রাণী ও বন্যপ্রাণ সাধারণ মানুষের চোখে পড়লে সঙ্গে সঙ্গেই বনদফতরের কর্মীরা খবর পাচ্ছে। ফলে সাধারণ মানুষ এই বিষয়ে অনেকটাই সচেতন হয়েছে। এদিনের এই কচ্ছপটি পথ ভুলেই সমুদ্র থেকে নদীপথে এতটা চলে এসেছে। তবে রূপনারায়ণ ও হলদি নদীতে আগেও বেশ কয়েকবার এই প্রজাতির কচ্ছপের খোঁজ মিলেছে। (ছবি ও তথ্য - সৈকত শী)







